লংগদুতে ইটভাটায় অভিযান, বন্ধ ও জরিমানা আদায়

প্রকাশঃ ১১ জানুয়ারী, ২০২৫ ০৯:১৪:৪৬ | আপডেটঃ ১২ জানুয়ারী, ২০২৫ ০১:৪০:৫২
সিএইচটি টুডে ডট কম, লংগদু (রাঙামাটি)। মহামান্য হাইকোর্টের আদেশ প্রতিপালনে ও পরিবেশ সুরক্ষায় চলমান অবৈধ ইটভাটা বন্ধকরণ কার্যক্রমের অংশ হিসেবে লংগদুতে ২টি অবৈধ ইটভাটা বন্ধ করেছে উপজেলা প্রশাসন।

শনিবার (১১ জানুয়ারি) উপজেলার এলবিএম ব্রিকসে রাঙামাটি জেলা প্রশাসকের সার্বিক নির্দেশনায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে নির্বাহী ম্যাজিস্ট্রেট কর্তৃক পরিচালিত মোবাইল কোর্টের মাধ্যমে ইটভাটার মালিককে আশি হাজার টাকা জরিমানা করা হয়।

এর আগে উপজেলা প্রশাসনের উদ্যোগে ফায়ার সার্ভিসের সহায়তায় পানি ছিটিয়ে ইটভাটার জ্বলন্ত চুল্লীর আগুন নিভিয়ে দেয়া ও ২ টি অস্থায়ী চিমনি ফেলে দেওয়া হয়। একই সাথে এলজিইডির সহায়তায় এস্কেভেটর দিয়ে কাঁচা ইট ভেঙে গুড়িয়ে দেয়া হয়।

অভিযান পরিচালনার নির্বাহী ম্যাজিস্ট্রেট কফিল উদ্দিন মাহমুদ জানান, পরিবেশ রক্ষায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে এরূপ অভিযান অব্যাহত থাকবে।
এসময় অভিযানে লংগদু থানা পুলিশ, পরিবেশ অধিদপ্তর, ফায়ার সার্ভিসের সদস্যবৃন্দ সার্বিক সহায়তা করেন।

প্রসঙ্গত, গত ১ জানুয়ারি উপজেলার আটারকছড়া ইউনিয়নে কেবিএম ব্রিকস ইটভাটায় অভিযান চালিয়ে ইট ভাটা বন্ধ করেছে প্রশাসন।

সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions