কাউখালীতে তিনটি ইটভাটা বন্ধ ঘোষনা

প্রকাশঃ ১০ জানুয়ারী, ২০২৫ ১০:২৮:৪০ | আপডেটঃ ১১ জানুয়ারী, ২০২৫ ০৪:৫২:৩২
সিএইচটি টুডে ডট কম, রাঙামাটি। রাঙামাটি কাউখালী উপজেলার কলমপতি ইউনিয়নের অভিযান চালিয়ে ৩টি ইটভাটা বন্ধ করেছে প্রশাসন একি সাথে দেড় লক্ষ টাকা জরিমানা করা হয়েছে । শুক্রবার সন্ধ্যায়  কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি) অভিযানের নেতৃত্ব দেন।

বিষয়টি নিশ্চিত করে উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী আতিকুর রহমান জানান, মহামান্য হাইকোর্টের নির্দেশনা মোতাবেক কাউখালী উপজেলাতে অবস্থিত ইটভাটা গুলোতে অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানকালে ৩টি ইটভাটা বন্ধ ও দেড় লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। বন্ধ করা  ইটভাটাগুলো হলো জেবিএম, এটিএম, এমএন্ডসি। এসময় ফায়ার সার্ভিসের সদস্যদের দিয়ে ইটভাটার  জ্বলন্ত  চুল্লির আগুন নিভিয়ে দেওয়া হয়। এই অভিযান অব্যহত থাকবে বলে জানান।

অভিযানে উপস্থিত ছিলেন কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী আতিকুর রহমান, সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফয়সাল আল নুর,কাউখালী থানার ওসি তদন্ত আব্দুল খালেক,পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তা। 

সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions