খাগড়াছড়িতে যৌথবাহিনীর অভিযানে অস্ত্রসহ আটক ২

প্রকাশঃ ০৯ জানুয়ারী, ২০২৫ ০৩:৩৪:১৬ | আপডেটঃ ১০ জানুয়ারী, ২০২৫ ১১:১৬:২৭
সিএইচটি টুডে ডট কম, খাগড়াছড়ি। খাগড়াছড়ির গুইমারায় যৌথবাহিনীর অভিযানে দেশীয় তৈরী অস্ত্রসহ ২ জনকে আটক করা হয়েছে। বুধবার রাতে গুইমারা উপজেলার ডাক্তারটিলা এলাকায় অভিযান চালায় গুইমারা থানা পুলিশ ও সিন্দুকছড়ি জোনের জালিয়াপাড়া আর্মি ক্যাম্পের সদস্যরা। অভিযানে রুবেল ত্রিপুরা ও মনজুর আলম নামে দুইজনকে তল্লাশীকালে দেশীয় তৈরী অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়। 

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা গুইমারা উপজেলার ডাক্তারটিলা এলাকায় অভিযান চালিয়ে ১ টি দেশীয় তৈরী এলজি অস্ত্র, ৭ রাউন্ড কার্তুজ, ২ টি মোবাইল ফোন ও নগদ অর্থ উদ্ধার করে। এ সময় দুইজনকে আটক করা হয়। আটককৃতরা পাহাড়ের আঞ্চলিক সংগঠন জেএসএস’র কর্মী। 

গুইমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক চৌধুরী বিষয়টি নিশ্চিত করে বলেন, আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়ের প্রস্তুতি চলছে।

সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions