খাগড়াছড়িতে সেনা অভিযানে বিদেশী সিগারেট জব্দ

প্রকাশঃ ০৭ জানুয়ারী, ২০২৫ ০৪:১০:৫৬ | আপডেটঃ ০৯ জানুয়ারী, ২০২৫ ১১:৩৭:৪৬

সিএইচটি টুডে ডট কম, খাগড়াছড়ি। খাগড়াছড়ির মাটিরাঙায় সেনা অভিযানে আনুমানিক ১৪ লাখ টাকার বিদেশী সিগারেট জব্দ করা হয়েছে। গতরাতে মাটিরাঙা জোন সদরের চেকপোষ্টে তল্লাশী চালিয়ে সব সিগারেট জব্দ করা হয়। 

 

নিরাপত্তা বাহিনীর সূত্র, গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রামগামী একটি খালি কাভার্ড ভ্যানে তল্লাশী চালানো হয়। সময় অবৈধ ভাবে আনা হাজার ৫০ প্যাকেট বিদেশী সিগারেট জব্দ করা হয়। যার আনুমানিক বাজার মূল্য ১৪ লাখ টাকা। 

 

বিষয়ে মাটিরাঙা জোন অধিনায়ক লেঃ কর্নেল মোঃ কামরুল হাসান জানান, জব্দকৃত সিগারেট সীতাকুণ্ড কাস্টমসে জমা করার কাজ চলমান রয়েছে।  চোরাচালান রোধে ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions