রাঙামাটির শীতার্ত ও দুস্থ মানুষের মাঝে জেলা প্রশাসনের শীতবস্ত্র বিতরণ

প্রকাশঃ ০৪ জানুয়ারী, ২০২৫ ০৩:৩৫:৩৫ | আপডেটঃ ০৭ জানুয়ারী, ২০২৫ ০২:৪৫:০৬

সিএইচটি টুডে ডট কম, রাঙামাটি। চলমান শৈত্য প্রবাহে রাঙামাটির শীতার্ত দুস্থ মানুষের পাশে শীতবস্ত্র নিয়ে পাশে দাঁড়িয়েছে রাঙামাটি জেলা প্রশাসন।

শীত মোকাবিলায় দুঃস্থ শীতার্তদের মাঝে বিতরণের জন্য প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিল এবং ত্রাণ মন্ত্রণালয় থেকে প্রাপ্ত কম্বলসমূহ আজ ০৩ জানুয়ারি ২০২৫ তারিখ বিকেল ৪টা  হতে রাত অবধি রাঙামাটি জেলার বিভিন্ন স্থানে একযোগে বিতরণ করা হয়।


গতকাল ৩ জানুয়ারি কম্বল বিতরণের আওতায় আসে রাঙামাটি শহরের শহীদ আব্দুল আলী মঞ্চ প্রাঙ্গন, রাঙামাটি বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এলাকা মিতিংগাছড়ি এলাকা, সুখী নীল গঞ্জ এলাকা, কলেজ গেট এলাকা এবং বনরূপা বাজার এলাকায় প্রায় এক হাজার  দুস্থ দরীদ্র মানুষ।


শীতবস্ত্র বিতরণের সময় উপস্থিত ছিলেন রাঙামাটি পার্বত্য জেলার জেলাপ্রশাসক মোহাম্মদ হাবীব উল্লাহ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব), সদর উপজেলা নির্বাহী অফিসারসহ জেলা প্রশাসনের সিনিয়র সহকারী কমিশনার সহকারী কমিশনারবৃন্দ।


শীতার্ত গরীব অসহায় পরিবারগুলো প্রশাসনের এই উষ্ণ সহায়তা পেয়ে  আনন্দিত। তারা উদ্যোগের জন্য সরকারের প্রতি কৃতজ্ঞতা  প্রকাশ করেন।

জেলা প্রশাসনের এই শীতবস্ত্র বিতরণ কার্যক্রম চলমান থাকবে।

সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions