সমাজের উন্নয়নে যুব সমাজকে আরো এগিয়ে আসতে হবে : মো.সাইফুল ইসলাম

প্রকাশঃ ২৩ ডিসেম্বর, ২০২৪ ০৬:১৮:৫৫ | আপডেটঃ ২৪ ডিসেম্বর, ২০২৪ ১২:৫০:৫৯
সিএইচটি টুডে ডট কম, বান্দরবান। বান্দরবানের রোয়াংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.সাইফুল ইসলাম বলেছেন, সমাজের উন্নয়নে যুব সমাজকে আরো এগিয়ে আসতে হবে ,যুবকরাই পারবে আগামীর সুন্দর বাংলাদেশ গড়তে।

২৩ ডিসেম্বর (সোমবার) দুপুরে বান্দরবানের গ্রাম উন্নয়ন সংগঠন গ্রাউস এর আস্তা প্রকল্পের আয়োজনে রোয়াংছড়ি উপজেলা পরিষদের হলরুমে নাগরিক প্লাটফর্ম ও ইয়ুথ গ্রুপ এর সাথে জনপ্রতিনিধিদের মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে রোয়াংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.সাইফুল ইসলাম এমন মন্তব্য করেন।

এসময় প্রধান অতিথি আরো বলেন, যুবকরা যেভাবে বর্তমানে দেশে নেতৃত্ব প্রদান করছে সেভাবে দেশের উন্নয়নে সবাইকে এগিয়ে আসতে হবে। যুব সমাজের কর্মকান্ডের গতি বৃদ্ধি করতে হবে আর তাতে সমাজ থেকে নানা ধরণের দুনীর্তি ও অপরাধ কমে যাবে, সুন্দর একটি দেশ গঠনে যুব সমাজই পারবে সঠিকভাবে কাজ করতে। এসময়  উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.সাইফুল ইসলাম গ্রাম উন্নয়ন সংগঠন গ্রাউস এর মাধ্যমে বান্দরবানের ৭ উপজেলায় যুব সমাজের মাধ্যমে পরিচালিত আস্তা প্রকল্পের কর্মকান্ড পরিচালনার জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি ধন্যবাদ প্রদান করেন এবং যুবদের স্থানীয় প্রশাসনের সাথে যোগাযোগ বৃদ্ধি করে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন।

বান্দরবান জেলা দুনীর্তি প্রতিরোধ কমিটির সভাপতি ও গ্রাম উন্নয়ন সংগঠন গ্রাউস এর আস্তা প্রকল্পের নাগরিক প্লাটফম এর আহবায়ক অং চ মং মারমা এর সভাপতিত্বে এসময় রোয়াংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজাদ,রোয়াংছড়ি সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেহ্লাঅং মারমা, আলেক্ষ্যং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিশ্বনাথ তংচঙ্গ্যা, নোয়াপতং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান চনু মং মারমা, গ্রাউস এর উপ নির্বাহী পরিচালক চিম্ময় মুরুং, নাগরিক প্লাটফর্ম এর যুগ্ন আহবায়ক ক্যসামং মারমা, সাংবাদিক ও নাগরিক প্লাটফর্ম এর সদস্য বুদ্ধজোতি চাকমা, উশিথোয়াই মারমাসহ সুশীল সমাজের প্রতিনিধি এবং ইয়ুথ গ্রুপ এর সদস্যরা এসময় উপস্থিত ছিলেন।

সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions