বিজয় দিবস ঘিরে এনসিটিএফ’র চিত্রাংকন প্রতিযোগিতা

প্রকাশঃ ২১ ডিসেম্বর, ২০২৪ ০৯:৪৪:২৪ | আপডেটঃ ২২ ডিসেম্বর, ২০২৪ ০১:১৯:৪০
সিএইচটি টুডে ডট কম, রাঙামাটি। মহান বিজয় দিবস দিবস ঘিরে জাতীয় পর্যায়ের শিশু সংগঠন ন্যাশনাল চিলড্রেন’স টাস্কফোর্স (এনসিটিএফ) রাঙামাটি জেলা শাখার উদ্যোগে চিত্রাংকন প্রতিযোগিতা, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকালে রাঙামাটি শিশু একাডেমি মিলনায়তনে শতাধিক প্রতিযোগির অংশগ্রহণে চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতার পর অনুষ্ঠিত আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রালয়ের সাবেক উপমন্ত্রী মনি স্বপন দেওয়ান। বিশেষ অতিথি ছিলেন- রাঙামাটি চেম্বার অব কমার্সের সহ-সভাপতি ও জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলী বাবর। এনসিটিএফ রাঙামাটির জেলা ভলান্টিয়ার মো. ইকবাল হোসেনের সঞ্চালনায় ও সাধারণ সম্পাদক সাদমান রশিদ শাবাবের সভাপতিত্বে চিত্রশিল্পী মো. ইব্রাহিম, স্বেচ্ছাসেবী সংগঠন ইয়ুথ’র সহ-সভাপতি জসিম উদ্দিন, এনসিটিএফ’র জেলা ভলান্টিয়ার জয়ন্তি ত্রিপুরা সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। 

প্রধান অতিথির বক্তব্যে মনি স্বপন দেওয়ান বলেন- আজকের শিশুরাই আগামী দিনের ভবিষৎ। তাই শিশুদের পড়ালেখার পাশাপাশি সৃজনশীল কর্মকান্ডে অংশ নিতে উদ্ভুদ্ধ করতে হবে। তিনি এধরণে প্রতিযোগিতা আরো বেশি বেশি আয়োজনের আহ্বান জানান। 

আলোচনা সভার পর অতিথিরা চিত্রাংকন প্রতিযোগিতায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারী সহ অংশগ্রহণকারী সকল প্রতিযোগিদের মাঝে পুরস্কার বিতরণ করেন। 

সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions