বড় দিন উপলক্ষে দূর্গম এলাকায় সেনাবাহিনীর চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ

প্রকাশঃ ২১ ডিসেম্বর, ২০২৪ ০৯:৪২:২৯ | আপডেটঃ ২২ ডিসেম্বর, ২০২৪ ১২:২২:০০

সিএইচটি টুডে ডট কম, বান্দরবান। খ্রিস্টান ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব বড় দিন উদযাপন উপলক্ষে বান্দরবান পার্বত্য জেলার থানচি উপজেলার দুর্গম পাহাড়ি এলাকায় মানবিক সহায়তার অংশ হিসেবে বিনামূল্যে চিকিৎসা সেবা ঔষধ বিতরণ করেছে সেনাবাহিনী। 

 

শনিবার (২১ ডিসেম্বর) সকালে ৯৭ পদাতিক ব্রিগেডের সার্বিক তত্ত্বাবধানে রুমা সেনা জোনের আওতাধীন সুংসুং পাড়া আর্মি ক্যাম্পের ১৫ টি পাড়ার (মারমা, বম, ত্রিপুরা, খুমী এবং ম্রো) জনগোষ্ঠীর মধ্যে বীর কর্তৃক সম্প্রীতি উন্নয়নমূলক কর্মকাণ্ডের অংশ হিসাবে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়।

 

 

চিকিৎসা সেবা প্রদান করেন, ক্যাপ্টেন মো. রসিন জামান অয়ন (আরএমও- বীর) এবং ডা. সুদীপ্তা বড়ুয়া, এমবিবিএস (সিইউ), পিজিটি (চর্ম অ্যালার্জি), সিসিডি (বারডেম) ডায়াবেটিস, মা শিশু বিশেষজ্ঞ। সকাল টাকা থেকে বিকাল টা পর্যন্ত মেডিকেল ক্যাম্পে ১১০ জন পুরুষ, ১৫০ জন মহিলা এবং ৯০ জন শিশুসহ মোট ৩৫০ জন পাহাড়িদের মাঝে চিকিৎসা সেবা বিনামূল্যে ঔষধ বিতরণ করা হয়।

 

এসময় উপস্থিত ছিলেন বীরের ভারপ্রাপ্ত অধিনায়ক। তিনি পার্বত্য চট্টগ্রামের দুর্গম এলাকায় বসবাসরত পাহাড়ি জনগণের জন্য ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলে পাড়াবাসীদেরকে আশ্বাস প্রদান করেন। স্থানীয় জনগণ এই চিকিৎসা সেবা আয়োজনের প্রশংসা করেছেন এবং সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।  

 

সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions