প্রকাশঃ ১৯ ডিসেম্বর, ২০২৪ ০৪:৩৮:৩৯
| আপডেটঃ ১৯ ডিসেম্বর, ২০২৪ ১০:৪১:১৪
সিএইচটি টুডে ডট কম, বান্দরবান। কমিউনিটি ভিত্তিক জলবায়ু সহনশীলতা ও নারীর ক্ষমতায়ন কর্মসূচি-ক্রিয়া প্রকল্প এর আওতায় বান্দরবানে জলবায়ু পরির্বতন ও পারিবারিক নির্যাতন বিষয়ক বাৎসরিক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) দুপুরে গ্রাম উন্নয়ন সংগঠন গ্রাউস এর আয়োজনে মানুষের জন্য ফাউন্ডেশন এর কারিগরী সহায়তায় এবং এম্বেসি অব সুইডেন এর আর্থিক সহযোগিতায় গ্রাম উন্নয়ন সংগঠন গ্রাউস এর উজানী পাড়া বান্দরবান জেলা কার্যালয়ের হলরুমে এই সভা অনুষ্ঠিত হয়।
শিক্ষাবিদ ক্য সুই প্রু খোকা এর সভাপতিত্বে এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সদস্য এডভোকেট মাধবী মারমা। এসময় মহিলা বিষয়ক অধিদপ্তর, কৃষি সম্প্রসারণ, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, বান্দরবান সদর থানা এবং সরকারী বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা এবং জেন্ডার সমতা ও জলবায়ু জোট কমিটির সদস্যরা অংশগ্রহণ করেন।
সভায় প্রকল্পের পক্ষ থেকে প্রকল্প সমন্বয়কারী অম্লান চাকমা প্রকল্পের হালনাগাদ তথ্য পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন এর মাধ্যমে উপস্থাপন করেন। এতে প্রকল্পের আওতায় গঠিত নারী দল, কিশোর কিশোরী দল, য়ুবক দল, স্বেচ্ছাসেবক দল, ইউপিএমসি, ইউনিয়ন পরিষদ এবং সরকারের সংশ্লিষ্ট বিভাগের সঙ্গে নিয়মিত যোগাযোগ এবং সমন্বয় সাধনের মাধ্যমে কিভাবে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় নারীদের সক্ষমতা বৃদ্ধি করা হচ্ছে তা উপস্থাপন করা হয়। এছাড়াও বাল্য বিবাহ, পারিবারিক সহিংসতা, নারী নির্যাতন রোধে কিভাবে বিভিন্ন জাতীয় এবং আন্তর্জাতিক দিবস উদযাপনের মাধ্যমে ব্যাঁপকভাবে সচেতনতা সৃষ্টি করা হচ্ছে সে বিষয়েও বিস্তারিত ধারণা দেন প্রকল্প সমন্বয়কারী অম্লান চাকমা।
তিনি জানান, প্রকল্পের লক্ষ্য জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় নারীদের নেতৃত্বের সক্ষমতা তৈরি এবং সর্বাধিক ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠী সহনশীলতা বৃদ্ধি । প্রকল্পের সময়সীমা ৩বছর ৪মাস (মার্চ ২০২৩- জুন- ২০২৬) আর প্রকল্পের এলাকা ২৮টি পাড়া এবং রোয়াংছড়ি উপজেলভা ২টি ইউনিয়ন (আলেক্ষ্যং ও নোয়াপতং ইউনিয়ন)। প্রকল্পের প্রত্যক্ষ সুবিধাভোগী ও অংশগ্রহণকারীর সংখ্যা ১৬২০ (নারী-১০৫৫ পুরুষ-৫৬৫) আর প্রকল্পের পরোক্ষ সুবিধাভোগী ও অংশগ্রহণকারী সংখ্যা ৮১২০ (নারী ৪১০৩ পুরুষ: ৪০১৭জন )।
এসময় সভায় প্রধান অতিথি বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সদস্য এডভোকেট মাধবী মারমা প্রকল্পের কার্যক্রম দেখে প্রশংসা করেন এবং যথাযথ ও সুষ্ঠভাবে প্রকল্পের সার্বিক কাজ সম্পাদন করার জন্য সকলের প্রতি নির্দেশনা প্রদান করেন।