সিএইচটি টুডে ডট কম, বাঘাইছড়ি (রাঙামাটি)। রাঙামাটি জেলার বাঘাইছড়ি আস সুন্নাহ ইসলামী একাডেমি ও এলাকাবাসীর উদ্যোগে বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত।
বুধবার (১৮ই ডিসেম্বর) বাদ আসর থেকে বাঘাইছড়ি চৌমুহনী মুক্ত মঞ্চ সংলগ্ন ময়দানে অনুষ্ঠিত হয়। উক্ত ওয়াজ মাহফিলে প্রধান বক্তা হিসেবে তাসরিফ আনলেন হযরত মাওলানা মুফতী রাশেদুল ইসলাম সাহেব (চট্টগ্রাম)। বিশেষ বক্তা হিসেবে তাসরিফ আনলেন মাওলানা মুফতী আমির হোসাইন আড়াইহাজারী (ঢাকা)।
উক্ত ওয়াজ মাহফিলে আরো বিশেষ বক্তা হিসেবে তাসরিফ আনলেন হযরত মাওলানা রুহুল আমিন সাহেব, মাওলানা কবির আহাম্মদ সাহেব সহ আরো দেশ বরেণ্য সম্মানিত ওলামায়ে কেরামগন।
উক্ত ওয়াজ মাহফিলে সভাপতিত্ব করেন উপজেলা কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা ফয়জুল আমিন কুতুবী সাহেব।
মাহফিল পরিচালনা করেন আস সুন্নাহ ইসলামী একাডেমীর পরিচালক মাওলানা জহিরুল ইসলাম।
উক্ত ওয়াজ মাহফিলে বাঘাইছড়ি সহ আশপাশের এলাকার হাজারো ধর্ম প্রাণ মানুষ উপস্থিত ছিলেন। এ সময় বক্তারা দেশ ও জাতির কল্যাণের পাশাপাশি বিভিন্ন ইসলামী বক্তব্য তুলে ধরে আলোচনা করেন। পরে দেশ জাতি ও নিজেদের কল্যাণে দোয়া ও মোনাজাতের মাধ্যমে সমাবেশের সমাপ্তি ঘোষণা করা হয়।