প্রকাশঃ ১৮ ডিসেম্বর, ২০২৪ ০৫:৩৪:৫৫
| আপডেটঃ ১৯ ডিসেম্বর, ২০২৪ ১২:১২:৪৩
সিএইচটি টুডে ডট কম, বান্দরবান। বান্দরবানের সাধারণ জনগণের জীবনমান উন্নয়নে প্রায় ৩৫০কোটি টাকা ব্যয়ে হচ্ছে সুপেয় পানি ও সমন্বিত বর্জ্য ব্যবস্থাপনার কার্যক্রম।
বুধবার (১৮ ডিসেম্বর) সকালে বান্দরবান জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে পার্বত্য জেলা পরিষদের সভাকক্ষে পার্বত্য চট্টগ্রামে সমন্বিত ও টেকসই পৌর পারি সরবরাহ ও স্যানিটেশন প্রকল্পের অবহিতকরণ সভায় প্রকল্পের প্রকল্প পরিচালক মো.শফিকুল হাসান এই মন্তব্য করেন।
এসময় প্রকল্প পরিচালক মো.শফিকুল হাসান বলেন, স্থানীয় সরকার,পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়, স্থানীয় সরকার বিভাগের আওতায় জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের মাধ্যমে বান্দরবানে সুপেয় পানি সরববরাহের জন্য একটি নতুন প্রকল্প হাতে নেয়া হয়েছে আর প্রকল্পে বান্দরবান পৌরসভা ও লামা পৌরসভায় জমি অধিগ্রহণসহ পানি সমস্যা নিরসন ও বর্জ্য ব্যবস্থাপনায় প্রায় ৩৫০কোটি টাকা ব্যয় করা হবে। আর ২০২৩ সালের ৩০ডিসেম্বর থেকে শুরু হয়ে ২০২৮সালের ৩০ ডিসেম্বর পর্যন্ত ৬বছর মেয়াদী এই প্রকল্পের মাধ্যমে বান্দরবান পৌরসভা ও লামা পৌরসভা এলাকায় নতুন পানির লাইন স্থাপন, সারফেস ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট তৈরি, ওয়াটার ট্রান্সমিশন লাইন তৈরি, সমন্বিত বর্জ্য শোধানাগার তৈরি ও নতুন পাবলিক টয়লেট তৈরি করে পার্বত্য চট্টগ্রামে সমন্বিত ও টেকসই পৌর পারি সরবরাহ ও স্যানিটেশন নিশ্চিত করে সাধারণ জনগণের জীবনমান উন্নয়ন করা হবে।
অবহিতকরণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক থানজামা লুসাই। এসময় বান্দরবান পার্বত্য জেলা পরিষদের মূখ্য নির্বাহী কর্মকর্তা মো.নজরুল ইসলাম, পার্বত্য চট্টগ্রামে সমন্বিত ও টেকসই পৌর পারি সরবরাহ ও স্যানিটেশন প্রকল্পের প্রকল্প পরিচালক মো.শফিকুল হাসান, প্রকল্পের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ আল আমিন, উপ-সহকারী প্রকৌশলী মো.সাহাবুদ্দিন, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর বান্দরবান কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী অনুপম দে, পৌরসভার নির্বাহী প্রকৌশলী রুই প্রু অং মারমাসহ পার্বত্য জেলা পরিষদের বিভিন্ন সদস্য, বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্টনিক মিডিয়ার সাংবাদিক এবং প্রকল্পের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।