প্রকাশঃ ১৬ ডিসেম্বর, ২০২৪ ০৯:৫৯:১৪
| আপডেটঃ ১৮ ডিসেম্বর, ২০২৪ ১১:১০:৫৯
ষ্টাফ রিপোর্টার, রাঙামাটি। রাঙামাটিতে মহান বিজয় দিবসে মুক্তিযুদ্ধে বীর শহিদেেদর প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। সুর্যোদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে শুরু হয় বিজয় দিবসের আনুষ্ঠানিকতা।
রাঙামাটি কেন্দ্রীয় শহিদ মিনারে মহান বিজয় দিবসে প্রথমে শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন জেলা প্রশাসক মোহাম্মদ জাবিব উল্লাহ পুলিশ সুপার ড. এস এম ফরহাদ হোসেন ও বীর মুক্তিযোদ্ধাগণ।
এরপর বিভিন্ন সরকারি দপ্তর, সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক দলসহ সর্বস্তরের জনগণ ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে স্মরণ জাতির শ্রেষ্ট বীরদের।
অন্যদিকে মহান বিজয় দিবস উপলক্ষে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা দিয়েছে জেলা প্রশাসন। সকালে কুমার সমিত রায় জিমনেশিয়াম প্রাঙ্গণে এ সংবর্ধনা প্রদান করা হয়। বীর মুক্তিযোদ্ধাদের ফুল দিয়ে বরণ করে নেয় জেলা প্রশাসক মোহাম্মদ হাবিব উল্লাহ।
জেলা প্রশাসনের সংবর্ধনায় বক্তারা বলেন, দেশের সুর্যসন্তান বীর মুক্তিযোদ্ধাগণ। তাদের স্বপ্নের বাংলাদেশের প্রতাশ্যা এখনো পূরণ হয় নি। সকলকে দেশের জন্য একসাথে কাজ করার আহবান জানান বক্তারা।
সংবর্ধনা অনুষ্ঠানে জেলা পু্লশি সুপার এস এম ফরহাদ হোসেন, বীর মুক্তিযোদ্ধা ইকবাল হোসেন চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা সুধীর চন্দ্র দাশ ও মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সাধারণ সম্পাদক সৈকত রঞ্জন চৌধুরী বক্তব্য রাখেন।
এর আগে মহান বিজয় দিবস উপলক্ষে জিমনেশিয়াম প্রাঙ্গণে তিন দিনব্যাপী বিজয় মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ হাবিব উল্লাহ।