বান্দরবানে বিজয় দিবস পালন করলো ইউপিডিএফ (গণতান্ত্রিক)

প্রকাশঃ ১৬ ডিসেম্বর, ২০২৪ ০৫:১৬:৪১ | আপডেটঃ ১৮ ডিসেম্বর, ২০২৪ ০১:০৫:৪৭
সিএইচটি টুডে ডট কম, বান্দরবান। মহান বিজয় দিবস উপলক্ষ্যে বান্দরবানে বীর শহীদদের শ্রদ্ধাজ্ঞাপন করে পুস্পস্তবক প্রদান করছে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (গণতান্ত্রিক)।

১৬ই ডিসেম্বর (সোমবার) ভোরে সূর্যোদয়ের সাথে সাথে বান্দরবান পার্বত্য জেলা পরিষদের মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (গণতান্ত্রিক)এর সদস্যরা উপস্থিত হয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এই পুস্পস্তবক অর্পণ করেন।

এসময় ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (গণতান্ত্রিক) এর বান্দরবান জেলা কমিটির সভাপতি উবামং মারমা এর নেতৃত্বে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (গণতান্ত্রিক) এর বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions