প্রকাশঃ ১৬ ডিসেম্বর, ২০২৪ ০৪:১৫:০৩
| আপডেটঃ ১৮ ডিসেম্বর, ২০২৪ ০২:০৭:০৭
সিএইচটি টুডে ডট কম, রাঙামাটি। পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের ভাইস চেয়ারম্যান ও চেয়ারম্যান রিপন চাকমা এর নেতৃত্বে মহান বিজয় দিবস ২০২৪ উপলক্ষ্যে সূর্যোদয়ের সাথে সাথে রাঙাামাটির কেন্দ্রীয় শহীদ মিনারে ভাবগাম্ভীর্যের সাথে বীর শহীদদের প্রতি পুষ্পার্ঘ্য অর্পণের মাধ্যমে গভীর শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়।
এসময় পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের সদস্য-অর্থ মোঃ জসীম উদ্দিন (উপসচিব), সদস্য-প্রশাসন (অঃদাঃ) মোহাম্মদ মাহবুবউল করিম (উপসচিব), বোর্ডের উপপরিচালক মংছেনলাইন রাখাইন, নির্বাহী প্রকৌশলী তুষিত চাকমা, হিসাব রক্ষণ কর্মকর্তা কল্যানময় চাকমা, গবেষণা কর্মকর্তা কাইংওয়াই ম্রো, সহকারী প্রকৌশলী মোঃ খোরশেদ আলম, মিজ্ ত্রয়া সরকার সহকারী প্রকৌশলী, তথ্য অফিসার মিজ্ ডজী ত্রিপুরাসহসর্বস্তরের কর্মকর্তা/কর্মচারীবৃন্দ অংশগ্রহণ করেন।
এছাড়া মহান বিজয় দিবসের কর্মসূচির অংশ হিসেবে বোর্ডের কর্মকর্তা/কর্মচারীদের অংশগ্রহণে রাঙামাটির তবলছড়িস্থ আনন্দ বৌদ্ধ বিহারে বিশেষ প্রার্থনা, দুপুরে বোর্ডের জামে মসজিদে বিশেষ মোনাজাত ও দোয়া মাহ্ফিলসহ তবারক বিতরণ এবং সন্ধ্যায় তবলছড়িস্থ শ্রী শ্রী রক্ষা কালি মন্দিরে বিশেষ প্রার্থনা সভা আয়োজন করা হয়া।