প্রকাশঃ ১৬ ডিসেম্বর, ২০২৪ ০২:৫১:৩৯
| আপডেটঃ ১৮ ডিসেম্বর, ২০২৪ ০১:০৫:৪৬
সিএইচটি টুডে ডট কম,বান্দরবান। মহান বিজয় দিবস উপলক্ষ্যে বান্দরবানে চারু,কারু ও স্থানীয়দের উৎপাদিত বিভিন্ন শিল্প পণ্যের আয়োজনে শুরু হয়েছে বিজয় মেলা।
সোমবার (১৬ডিসেম্বর) সকালে বান্দরবান জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের প্রাঙ্গনে বেলুন উড়িয়ে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক শাহ্ মোজাহিদ উদ্দিন।
এসময় অতিরিক্ত জেলা প্রশাসক এস এম মনজুরুল হক, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) উম্মে কুলসুম, অতিরিক্ত পুলিশ সুপার হোছাইন মোহাম্মদ রায়হান কাজেমী, প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম বাচ্চুসহ জেলা প্রশাসনসহ বিভিন্ন দফতরের উর্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আয়োজকেরা জানান, মহান বিজয় দিবস উপলক্ষ্যে দিনব্যাপী প্রায় অর্ধ শতাধিক স্টল নিয়ে বান্দরবানের চারু,কারু ও স্থানীয় উৎপাদিত বিভিন্ন শিল্প পণ্যের পসরা সাজিয়ে উদ্যোক্তারা এবারের বিজয় মেলায় অংশগ্রহণ করছে, আর সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণীর মধ্য দিয়ে এবারের বিজয় মেলার সমাপ্তি ঘটবে।