সিএইচটি টুডে ডট কম, রাঙামাটি। আজ ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস ২০২৪
উপলক্ষ্যে রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে যথাযোগ্য মর্যাদায়
বিভিন্ন কর্মসূচীর পালন করা হয়। সকাল সাড়ে ৯টায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে
অস্থায়ীভাবে নির্মিত স্মৃতিসৌধে মহান স্বাধীনতা যুদ্ধে শহীদদের অমর স্মৃতির প্রতি
শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পনের মধ্য দিয়ে বিজয় দিবসের কর্মসূচী শুরু হয়।
অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীদের উপস্থিতিতে
বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন-১ এর সম্মেলন কক্ষে আলোচনা সভা শুরু হয়। এতে প্রধান
অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের আর্থিক, প্রশাসনিক ও একাডেমিক দায়িত্বপ্রাপ্ত শিক্ষক ড.
নিখিল চাকমা।
তিনি আলোচনা সভার শুরুতে ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে শহীদ বীর মুক্তিযোদ্ধাদের শ্রদ্ধাভরে স্মরণ করেন। বিগত জুলাই মাসে যারা নিহত হয়েছেন এবং পঙ্গুত্ব বরণ করেছেন তাঁদেরও স্মরণ করেন।
তিনি বলেন, ৫৩ বছর আগে যাদের আত্নত্যাগের বিনিময়ে আজকে বাংলাদেশের বিজয় দিবস
পেয়েছি, তাদের আত্নত্যাগ ও মূল্যবোধকে সমানে রেখে এগিয়ে
যাওয়ার আহবান জানান। রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উন্নয়নে
সহযোগিতার মন মানসিকতা নিয়ে শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীদেরকে নিজস্ব অবস্থান থেকে
মেধা ও ধৈর্য্যকে কাজে লাগিয়ে সামগ্রিকভাবে কাজ করার আহবান ব্যক্ত করেন। তিনি
সবাইকে মহান বিজয় দিবসের মাহাত্ম্য, বীর শহীদের আত্নত্যাগ ও মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে
অসাম্প্রদায়িক দেশ গঠনে কাজ করার জন্য বলেন।
তিনি আরো বলেন, "আমরা সবাই ইতিহাস থেকে শিখবো এবং নতুন নতুন সৃষ্টিশীল জ্ঞানকে আমরা কাজে লাগাবো। যেটা ভুল সেটা আমরা গ্রহণ করবো না। যেটা সত্য এবং ন্যায় সেটা আমরা গ্রহণ করবো, যাতে সবাই উপকৃত হয়। আমি সবসময় বলছি যে, আমরা ব্যক্তিগত বেনিফিট যাতে না খুঁজি। ন্যায়ের পথে সবসময় থাকি। মহান বিজয় দিবসে সবাইকে--- এই বার্তাটা দিতে চাই।"
আলোচনা অনুষ্ঠানে ব্যবসায় প্রশাসন অনুষদের ডীন ও সহযোগী অধ্যাপক জনাব সূচনা আখতার, পরিকল্পনা, উন্নয়ন ও ওয়ার্কস দপ্তরের পরিচালক (ভারপ্রাপ্ত) আবদুল গফুর, ম্যানেজমেন্ট বিভাগের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) আসিফা
নার্গিস, ফরেস্ট্রি এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্স বিভাগের
সহকারী অধ্যাপক ও রাবিপ্রবি শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ড. সুপ্রিয় চাকমা, এস্টেট দপ্তরের সহকারী রেজিস্ট্রার ও রাবিপ্রবি অফিসার্স এসোসিয়েশন এর
সভাপতি সেতু চাকমা এবং লাইব্রেরি দপ্তরের ক্যাটালগার ও রাবিপ্রবি কর্মচারী কল্যাণ
সমিতির সহ-সভাপতি বর্না চাকমা বক্তব্য
প্রদান করেন।
এছাড়া আলোচনা সভায় শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য প্রদান করেন ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষার্থী পলি ত্রিপুরা, ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষার্থী মেহেরিন নিগার রিমি এবং সিএসই বিভাগের হৃদয় চাকমা।
আলোচনা সভা শেষে রাবিপ্রবির কেন্দ্রীয় খেলার মাঠে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীদের অংশগ্রহণে বার্ষিক ক্রীড়া ২০২৪ এর ২১ টি ইভেন্টে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠান করা হয়।
এছাড়াও মহান বিজয় দিবস ২০২৪ উপলক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের ছাত্র ও ছাত্রীদের আবাসিক হলে শিক্ষার্থীদের মাঝে আজ রাতে উন্নতমানের খাবার পরিবেশন করা হবে।