শহীদ বুদ্ধিজীবি দিবসে কাউখালীতে ছাত্রদলের মোমবাতি প্রজ্বলন কর্মসূচি পালন

প্রকাশঃ ১৪ ডিসেম্বর, ২০২৪ ১০:০৯:৪৮ | আপডেটঃ ১৯ ডিসেম্বর, ২০২৪ ০১:৩৫:০১

সিএইচটি টুডে ডট কম, কাউখালী (রাঙামাটি)। ৭১ আমাদের অস্তিত্ব, আমাদের আত্ম পরিচয়, ২৪ আমাদের মুক্তি, আমাদের নব উদয়। প্রিয় মাতৃভূমি বাংলাদেশ, মাথা নোয়াবার নয়, এদেশের জন্য জীবন দিতে প্রস্তুত, প্রজন্ম থেকে প্রজন্ম। এই বক্তব্যকে ধারন করে  শহীদ বুদ্ধিজীবি দিবস উপলক্ষ্যে শনিবার সন্ধ্যায় কাউখালীতে ছাত্রদলের উদ্যোগে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে মোমবাতি প্রজ্বলন কর্মসূচি পালন করা হয়। 


মোমবাতি প্রজ্বলন কর্মসূচিতে ছাত্রদলের নের্তৃবৃন্দ যে কোন ধরনের অপতৎপরতা রুখে দিতে সকলকে ঐক্যবন্ধ থাকার জন্য সকলস্তরর নেতাকর্মীদের প্রতি আহবান জানিয়েছেন।


সময় অন্যান্যর মধ্যে কাউখালী উপজেলা ছাত্রদলের যুগ্ন আহবায়ক ফিরোজ মাহমুদ,মোঃ রুবেল, সদস্য মোঃ তারেক, মোঃ জাবেদ হোসেন,পারভেজ মোশারফ, ঘাগড়া ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মোঃ আল-আমীন, সিঃসহ সভাপতি, মামুন, সাংগঠনিক সম্পাদক মোঃ আরিফ,সহ সাংগঠনিক সম্পাদক মোঃ নাঈম  সহ ইউনিয়ন ওয়ার্ড ছাত্রদলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। মোমবাতি প্রজ্বলন শেষে শহীদদের স্মরনে এক মিনিট নিরবতা পালন করা হয়।

সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions