রাঙামাটির লংগদুতে ক্রিকেট টুর্ণামেন্টে বিজয়ী মুসলিম ব্লক

প্রকাশঃ ১৪ ডিসেম্বর, ২০২৪ ০৯:৫৯:৩৮ | আপডেটঃ ১৯ ডিসেম্বর, ২০২৪ ০১:৩৪:৫২

সিএইচটি টুডে ডট কম, লংগদু (রাঙামাটি)। মহান বিজয় দিবস উপলক্ষে লংগদু ক্রীড়া সংস্থার উদ্যোগে মাস ব্যাপী উপজেলা ক্রিকেট টুর্নামেন্ট-২৪ এর সমাপনী সম্পন্ন হয়েছে।

 

শনিবার (১৪ ডিসেম্বর) দুপুরে উপজেলা মাঠ প্রাঙ্গণে সমাপনী খেলা অনুষ্ঠিত হয়। এতে মুসলিম ব্লক সূর্য তরুণ স্পোর্টিং ক্লাবের প্রতিপক্ষ মাইনীমুখ বৈশাখী স্পোর্টিং ক্লাব অংশগ্রহণ করে। দু'দলের মুখোমুখি লড়াইয়ে মুসলিম ব্লক সূর্য তরুণ স্পোর্টিং ক্লাব জয় নিশ্চিত করেন।

 

সমাপনী খেলাটি এমএ জামানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কফিল উদ্দিন মাহমুদ এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লংগদু উপজেলা বিএনপির সভাপতি তোফাজ্জল হোসেন, শিক্ষা অফিসার এমকে ইমাম উদ্দিন, উপজেলা জামায়াতের আমীর নাছির উদ্দিন, ক্রীড়া কমিটির আহ্বায়ক শাহ আলম মুরাদ প্রমুখ।

 

পুরস্কার বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে কফিল উদ্দিন বলেন, আজকের এই আয়োজন দেশের বিজয় দিবসকে কেন্দ্র করে। তরুণ যুবকদের দেশপ্রেমিক করে গড়ে তোলার প্রয়োজনে। প্রতিটি তরুণ কিশোরের মনে দেশের প্রতি তার দায়িত্ববোধ জাগ্রত করার কাজে। আমরা চাই সুস্থ সবল দেহ মন ক্রীড়া সংস্থার এই ধরনের কার্যক্রম। পরে তিনি দু'দলের খেলোয়াড়দের মাঝে পুরস্কার তুলে দেন।

 

সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions