সিএইচটি টুডে ডট কম, জুরাছড়ি (রাঙামাটি)। "অর্থনৈতিক শুমারিতে তথ্য দিন, নতুন বাংলাদেশ বিনির্মানে অংশ নিন" এ শ্লোগানকে সামনে রেখে জুরাছড়ি উপজেলা মুল শুমারির তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু হয়েছে।
বুধবার সকালে তথ্য সংগ্রহ কার্যক্রম পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী অফিসার জিসান বিন মাজেদ। তিনি যক্ষা বাজার এলাকায় শুমারি তথ্য সংগ্রহ কাজে সকলে সহযোগিতা করার অনুরোধ জানান।
এ সময় পরিসংখ্যান কর্মকর্তা মংলাতুন রাখাইন, জোনাল অফিসার হেলেন চাকমা উপস্থিত ছিলেন।
উপজেলা পরিসংখ্যান সুত্রে জানা গেছে, সারা দেশের ন্যায় জুরাছড়ি উপজেলায় সকল প্রতিষ্ঠান, প্রাতিষ্ঠানিক কৃষি খামার এবং কৃষি বহির্ভুত কর্মকান্ড সম্বলিত খানার তথ্য-উপাত্ত সংগ্রহ করা হবে। এই কার্যক্রম আগামী ২৬ ডিসেম্বর পর্যন্ত মাঠ পর্যায়ে কর্মীরা তথ্য সংগ্রহ করবে। এ কাজে এক জন সমন্বয়কারি, দুই জন জোনাল অফিসার, চুয়াল্লিশ জন তথ্য সংগ্রহকারি, নয় জন সুপারভাইজার মাঠ পর্যায়ে কাজ করছে।