প্রকাশঃ ১০ ডিসেম্বর, ২০২৪ ০৯:০৯:১৮
| আপডেটঃ ১৮ ডিসেম্বর, ২০২৪ ০৪:২৯:৫৯
সিএইচটি টুডে ডট কম, বান্দরবান। “ আমাদের একতা রুখতে পারে নারী ও মেয়ে শিশুদের প্রতি সহিংসতা ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বান্দরবানে নারী ও মেয়ে শিশুদের প্রতি সহিংসতা রুখতে গোল টেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
বিএনকেএস এর আয়োজনে ডিয়াকোনিয়া বাংলাদেশ ও সেভ দ্য চিলন্ড্রেন এর সহযোগিতায় বান্দরবানের বিএনকেএস এর হলরুমে ২৫নভেম্বর থেকে শুরু হওয়া আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ১৬ দিনের কর্মসূচি শেষে এই গোল টেবিল বৈঠক অনুষ্ঠিত হয়।
এসময় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান জেলা লিগ্যাল এইড অফিসার (সিনিয়র সহকারী জজ) হোসনে আরা বেগম।
বিএনকেএস এর সভানেত্রী নেমকিম বম এর সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগের সহকারী সার্জন ডাঃ তাফনীন ফারহানা আহমেদ, একেএস এর নির্বাহী পরিচালক ডনাই প্রু নেলী, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অং চ মং মারমা, বিএনকেএস এর নির্বাহী পরিচালক হ্লাসিংনু, উপ-নির্বাহী পরিচালক উবানু মারমা সহ বিভিন্ন নারী নেতৃবৃন্দরা।
এসময় বক্তারা বলেন, নারীর ক্ষমতায়নের লক্ষ্যে পর্যাপ্ত বিনিয়োগ করতে হবে। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সম্পদ ও সম্পত্তিতে নারীর সমঅধিকার নিশ্চিত করতে হবে। বাল্যবিবাহ বন্ধ করতে হবে এবং মেয়ে শিশুর স্বাভাবিক বিকাশ নিশ্চিত করতে হবে। বক্তারা আরো বলেন, নারীর প্রতি সকল প্রকার বৈষম্যমূলক আইনের পরিবর্তন করতে হবে এবং প্রতিটি জেলায় পৃথক সার্বজনীন পারিবারিক আইন ও আদালত স্থাপন করতে হবে।