গুম, খুন ও আটকের যথাযথ বিচারের দাবীতে কাউখালীতে ছাত্রদলের মানববন্ধন

প্রকাশঃ ১০ ডিসেম্বর, ২০২৪ ০৫:৩৫:৫৭ | আপডেটঃ ১৯ ডিসেম্বর, ২০২৪ ১১:৫৮:৪৭

সিএইচটি টুডে ডট কম, কাউখালী (রাঙামাটি)। আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে কাউখালি সরকারি ডিগ্রি কলেজ ছাত্রদলের উদ্দেগে  ছাত্রদের নেতাকর্মী সহ দেশের নাগরিকদের গুম, খুন আটকের যথাযথ বিচারের দাবীতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। মঙ্গলবার দুপুরে কাউখালি সরকারি ডিগ্রি কলেজের সামনে ঘন্টাব্যাপী এই মানববন্ধন করা হই।

 

মানববন্ধন বক্তব্য রাখেন, কাউখালী ডিগ্রি কলেজ ছাত্রদলের আহ্বায়ক ইকবাল হোসেনের, কলেজ ছাত্রদলের সদস্য ইমরান হোসেন, কাউখালি উপজেলা ছাত্রদলের সিনি: যুগ্ম আহ্বায়ক শরিফুল ইসলাম,   ছাত্রদলর নেতা মেহেরাজ সরকার,  কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক হেলাল উদ্দিন সাগর,  ঘাগড়া ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক মো: মাসুদ।

 

সময় বক্তারা ছাত্রদলের নেতাকর্মী সহ দেশের নাগরিকদের গুম, খুন আটকের যথাযথ বিচার দাবি করেন।

সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions