রাবিপ্রবি অফিসার্স অ্যাসোসিয়েশনের নির্বাচন অনুষ্ঠিত, নেতৃত্বে সেতু-জনি

প্রকাশঃ ০৫ ডিসেম্বর, ২০২৪ ০৮:৫২:৩০ | আপডেটঃ ২৬ ডিসেম্বর, ২০২৪ ০৪:২২:৪০
সিএইচটি টুডে ডট কম, রাঙামাটি। রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রাবিপ্রবি) অফিসার্স অ্যাসোসিয়েশনের দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে বিশ্ববিদ্যালয়ের সহকারী রেজিস্ট্রার সেতু চাকমা সভাপতি এবং উপ-সহকারী প্রকৌশলী মো. জনিকে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) বেলা ২টা থেকে ৪টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ে সুষ্ঠু ও উৎসাহ উদ্দীপনার মধ্যে রাবিপ্রবি অফিসার্স অ্যাসোসিয়েশনের দ্বিতীয় দ্বি-বার্ষিক সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়।   

এতে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্বে ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-রেজিস্ট্রার (প্রশাসন) মোহাম্মদ কামরুল হাসান, সহকারী নির্বাচন কমিশনার ছিলেন সহকারী পরীক্ষানিয়ন্ত্রক মিথিলা তালুকদার, সহকারী প্রকৌশলী (সিভিল) মনজুরুল ইসলাম এবং ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের প্রশাসনিক কর্মকর্তা বিশ্বকল্যাণ চাকমা।

এছাড়া রাবিপ্রবির আর্থিক, প্রশাসনিক ও একাডেমিক দায়িত্বপ্রাপ্ত শিক্ষক ড. নিখিল চাকমা রাবিপ্রবি অফিসার্স অ্যাসোসিয়েশনের নির্বাচনে ফলাফল ঘোষণার সময় উপস্থিত ছিলেন এবং নির্বাচনে অংশগ্রহণকারী সদস্যকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান। এসময় রাবিপ্রবির বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় চেয়ারম্যানসহ শিক্ষক কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন। 

১১ সদস্য বিশিষ্ট রাবিপ্রবির অফিসার্স অ্যাসোসিয়েশনের নির্বাচিত নতুন কমিটির অন্য সদস্যরা হলেন- সহ-সভাপতি রাসকিন চাকমা, সহ-সাধারণ সম্পাদক এএম শাহেদ আনোয়ার, সাংগঠনিক সম্পাদক মো. রায়হান উদ্দিন, অর্থ সম্পাদক রিপুল চাকমা, দপ্তর ও প্রচার সম্পাদক জনসন্দ চাকমা, মহিলাবিষয়ক সম্পাদক টিংকেল খীসা, সমাজ কল্যাণ ও সাংস্কৃতিক সম্পাদক ডা. সর্বদর্শী চাকমা, কার্যকরী সদস্য হিসেবে আছেন মেহেদী মাকসুদ চৌধুরী এবং ত্রিবেনী চাকমা। নির্বাচিত নতুন কমিটি আগামী দুই বছর দায়িত্ব পালন করবেন বলে জানিয়েছেন নতুন কমিটির নেতারা।

সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions