এপেক্স ক্লাব অব বান্দরবান এর উদ্যোগে বান্দরবানে বৌদ্ধ অনাথালয়ে কম্বল বিতরণ

প্রকাশঃ ০৩ ডিসেম্বর, ২০২৪ ০২:০০:৩১ | আপডেটঃ ০৪ ডিসেম্বর, ২০২৪ ১০:০১:৩৯

সিএইচটি টুডে ডট কম, বান্দরবান। সেবা মাস উপলক্ষে আন্তর্জাতিক সেবা সংগঠন এপেক্স ক্লাব অব বান্দরবান নীলাচলের যৌথ  উদ্যোগে বান্দরবান  বৌদ্ধ  অনাথালয়ে  আশ্রমে এতিম ছাত্রদের মাঝে  কম্বল বিতরন করা হয়েছে।

 

সোমবার ( ডিসেম্বর) এপেক্স বাংলাদেশের মাস ব্যাপি সেবা মাস উপলক্ষে বান্দরবানের সদরের বৌদ্ব অনাথালয় আশ্রমে এতিম ছাত্রদের মাঝে এপেক্স ক্লাব অব বান্দরবান নীলাচলের যৌথ উদ্যোগে কম্বল বিতরন করা হয়েছে।উক্ত সেবা কাজে উপস্থিত ছিলেন এপেক্স বাংলাদেশের জাতীয় সেবা পরিচালক এপে.মো নুরুল আমিন চৌধুরী আরমান, সভাপতি হিসাবে উপস্থিত ছিলেন এপেক্স ক্লাব অব বান্দরবানের সভাপতি এপে. মোজাম্মেল হক নীলাচলের সভাপতি  এপে. উখিং মে হিলী। এপেক্স ক্লাব অব নীলাচলের  পিপি এপে.নীলাধন তং,পিডিজি-  এপে.কামাল পাশা,২০২৫ সালের বান্দরবানের সভাপতি এপে. নিনি প্রু,সেক্রেটারী  এপে.নেউইন, এপেক্স ক্লাব অব  সাঙ্গুর সভাপতি এপে. উনিহ্লা, এসভিপি এপে. পাপন বড়ুয়া,এপেক্স ক্লাব অব পটিয়ার ফাউন্ডার এন্ড চাটার প্রেসিডেন্ট এপে. সৈয়দ মিয়া হাসান, প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আশ্রমের অধ্যক্ষ তিক্ষিন্তিয় মহাথের

 

সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions