লোকনাথ ব্রহ্মচারী যোগাশ্রম’র পরিচালনা কমিটি নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ

প্রকাশঃ ২৩ নভেম্বর, ২০২৪ ০৩:৩৬:৪৫ | আপডেটঃ ২৩ নভেম্বর, ২০২৪ ১০:১৯:৫২
গত ২১ নভেম্বর ২০২৪ ইং তারিখে পাহাড়ের জনপ্রিয় অনলাইন সিএইচটি টুডে ডট কমে প্রকাশিত “রাঙামাটিতে লোকনাথ ব্রহ্মচারী যোগাশ্রম’র পরিচালনা পরিষদের পূর্ণাঙ্গ কমিটি গঠন” শীর্ষক সংবাদের প্রতিবাদ জানিয়েছেন সংগঠনটির সাংগঠনিক সম্পাদক উত্তম কুমার আচার্য্য ও অর্থ সম্পাদক রনজিত কুমার ধর  (ডেন্টিস্ট)।

প্রতিবাদ লিপিতে তারা বলেন, গত ২৭ সেপ্টেম্বর ২০২৪ইং তারিখে সাধারণ সভায় উপস্থিত বাবার ভক্তদের সর্বসম্মতিক্রমে শ্রীশ্রী লোকনাথ ব্রহ্মচারী যোগাশ্রম, ভেদভেদী, রাঙামাটি পরিচালনা কমিটির নির্বাচনে সভাপতি কুশল চৌধুরী, সাধারণ সম্পাদক দেবাশীষ পালিত রাজা, অর্থ সম্পাদক রনজিত কুমার ধর (ডেন্টিস্ট) ও সাংগঠনিক সম্পাদক উত্তম কুমার আচার্য্য’কে নির্বাচিত করিয়া নির্বাচন পরিচালনা পরিষদ পরবর্র্তী ১৫ দিনের মধ্যে পূর্ণাঙ্গ একটি কমিটি গঠন করার জন্য নির্বাচিত ৪ জনকে নির্দেশ প্রদান করিয়াছিল।

সভাপতি কুশল চৌধুরী ও সাধারণ সম্পাদক দেবাশীষ পালিত রাজা নিয়ম নীতি বর্হিভূত গঠনতন্ত্র বিরোধী একক আদিপত্য বিস্তারের লক্ষ্যেই নির্বাচিত চারজনের স্বাক্ষরবিহীন শুধুমাত্র প্রধান উপদেষ্টার স্বাক্ষরযুক্ত ৫১ সদস্য বিশিষ্ট বিতর্কিত একটি পকেট কমিটি গঠন করিয়া কেন্দ্রের অনুমোদনের জন্য পাঠানো হইলে তা নিয়মতান্ত্রিক ও গঠনতন্ত্র মোতাবেক না হওয়ায় কেন্দ্র অনুমোদন দেওয়া থেকে বিরত থাকেন এবং পরবর্তীতে নির্বাচিত ৪ জনের সর্বসম্মতিক্রমে পূর্বেও ন্যায় একটি কমিটি গঠন করার মৌখিক নির্দেশ প্রদান করা সত্ত্বেও কেন্দ্রকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সভাপতি কুশল চৌধুরী ও সাধারণ সম্পাদক দেবাশীষ পালিত রাজা সাংগঠনিক ও নিয়ম বর্হিভূত কার্যক্রম এবং অন্যায় কাজকে প্রতিষ্ঠিত করার উদ্দ্যেশ্যে গত ০২/১১/২০২৪ইংতারিখ একক সিদ্ধান্তে পরিচিত সভার একটি নিউজ প্রায় ২০দিন গত হওয়ার পর প্রচার করা হয়েছে। আমরা সংবাদটির নিন্দা জানাচ্ছি ও কেন্দ্রের নির্দেশ এবং গঠনতন্ত্র মোতাবেক শীঘ্রই নতুন কমিটি গঠন করা হবে। কেন্দ্রীয় অনুমোদন ব্যতীত প্রকাশিত ৫১ সদস্য বিশিষ্ট কমিটি গঠতন্ত্র পরিপন্থি বলে প্রকাশ পেয়েছে।


সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions