বান্দরবানে বাড়ছে ডেঙ্গু রোগী,নতুন আক্রান্ত আরো ৪জন

প্রকাশঃ ২০ নভেম্বর, ২০২৪ ০৪:২৫:৫১ | আপডেটঃ ২১ নভেম্বর, ২০২৪ ০২:১২:৪৭
সিএইচটি টুডে ডট কম, বান্দরবান। পার্বত্য জেলা বান্দরবানে প্রতিদিনই বাড়ছে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা।

জেলা স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, গত ২৪ঘন্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে বান্দরবান জেলার ৭টি উপজেলায় আরো ৪জন রোগী ভর্তি হয়েছে হাসপাতালে। এদের মধ্যে নতুনভাবে রুমা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩জন ও লামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছে আরো ১জন রোগী।

জেলা স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী আরো জানা যায়, জানুয়ারী থেকে আজ পর্যন্ত বান্দরবানে ডেঙ্গুতে ৭শত ৪৭ জন আক্রান্ত হয়েছে,আর এদের মধ্যে ৭শত ৩৯জন রোগী বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ী ফিরলেও এখনো জেলা সদরসহ উপজেলার বিভিন্ন স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিচ্ছে ৮জন রোগী। 
এবছর ডেঙ্গু আক্রান্ত হয়ে এই পর্যন্ত বান্দরবানে মৃত্যু হয়েছে ১জনের।

সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions