সিএইচটি টুডে ডট কম, রাঙামাটি। দূর্নীতিমুক্ত ও জবাব দিহীতামূলক রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ গড়ে তোলা হবে বলে জানিয়েছেন অর্ন্তবর্তীকালীন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সদ্য যোগদানকৃত চেয়ারম্যান কৃষিবিদ কাজল তালুকদার।
তিনি বলেন, সমাজে উন্নয়ন ও দুর্নীতি বিরোধী অবস্থানসহ দায়িত্বকালে পরিষদকে পরিচালনা করা হবে। সকলের সহযোগিতায় একটি সুষ্ঠু ও কার্যকর পরিষদ পরিচালনা করতে চাই।
সোমবার (১১ নভেম্বর) দুপুরে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ কার্যালয়ে রাঙামাটি প্রেস ক্লাবের সদস্যরা ফুলেল শুভেচ্ছা ও সৌজন্য সাক্ষাত করতে গেলে সদ্য যোগদানকৃত চেয়ারম্যান প্রেস ক্লাবের সদস্যদের উদ্দেশ্যে এইসব কথা বলেন।
এসময় রাঙামাটি প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক গিরিদর্পণ সম্পাদক এ কে এম মকছুদ আহমেদ, প্রেস ক্লাবের সাবেক সভাপতি সুনীল কান্তি দে, প্রেস ক্লাবের বর্তমান সভাপতি সাখাওয়াৎ হোসেন রুবেল, সাধারণ সম্পাদক আনোয়ার আল-হক, প্রেস ক্লাবের কোষাধ্যক্ষ পুলক চক্রবর্তী, প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী, প্রেস ক্লাবের দপ্তর সম্পাদক মনসুর আহমেদ, প্রেস ক্লাবের সদস্য যথাক্রমে সুপ্রিয় চাকমা, মিল্টন বাহাদুর, ফজলুর রহমান রাজন, দীপ্ত হান্নান, মঈন উদ্দিন বাপ্পি, শাহ আলম, সাংবাদিক মনু মারমাসহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
তিনি আরো বলেন, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান হিসেবে আমি চেষ্টা করবো শিক্ষা, কৃষি, স্বাস্থ্য ও পর্যটনের উপর বেশি প্রধান্য দিতে। এই খাতগুলোতে উন্নয়ন ছাড়া আমরা সঠিক সমাজ ব্যবস্থা গড়ে তুলতে পারবো না। এই এলাকার মানুষ যতক্ষণ পর্যন্ত সঠিক শিক্ষা, স্বাস্থ্যসেবা, কৃষি এবং পর্যটনের সুবিধা না পায়, ততক্ষণ রাঙামাটির অর্থনৈতিক উন্নয়ন সম্ভব হবে না। তাই আমি চাই এইসব ব্যাপারে সাংবাদিকরা জোরালো ভূমিকা রাখতে এবং আমাকে পরামর্শ দেবে। আমি সকলের সহযোগিতায় একটি সুষ্ঠু ও কার্যকর পরিষদ পরিচালনা করতে চাই। যাতে করে এলাকার সবাই উপকৃত হয় এবং এলাকার উন্নয়ন ও মানুষের অর্থনৈতিক উন্নয়ন ঘটে। এক্ষেত্রে বিভিন্ন পত্রিকার প্রিন্ট/ইলেক্ট্রনিক মিডিয়াকর্মীকে জনকল্যাণের স্বার্থে বিশেষ ভূমিকা রাখার আহবান জানান তিনি।