প্রকাশঃ ০৮ নভেম্বর, ২০২৪ ০৯:৫৯:৩৫
| আপডেটঃ ২৬ ডিসেম্বর, ২০২৪ ০৬:৩০:১৮
সিএইচটি টুডে ডট কম, বান্দরবান। বান্দরবানের সাংগু নদীতে গোসল করতে নেমে ফ্রেম খুমী (১৩) নামে এক শিক্ষার্থী নিখোঁজ হয়েছে। শুক্রবার (৮ নভেম্বর) বিকালে বান্দরবান পৌরসভার ক্যাচিংঘাটা নদীরঘাট এলাকায় এই ঘটনা ঘটে। নিখোঁজ শিক্ষার্থী ক্যাচিংঘাটা বীর বাহাদুর স্কুল এন্ড কলেজের ৮ম শ্রেনীর ছাত্র। তার বাড়ী রুমা উপজেলার বগালেক এলাকায়।
ফায়ার সার্ভিস ও স্থানীয় সুত্রে জানা যায়, বিকালে ক্যাচিংঘাটা এলাকায় বন্ধুদের সাথে সাঙ্গু নদীতে গোসল করতে যায় ফ্রেম খুমী। এক পর্যায়ে অন্যান্য বন্ধুরা গোসল করে তীরে চলে আসলেও ফ্রেম খুমী পানিতে ডুবে নিখোঁজ হয়ে যায়। পরে স্থানীয়রা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সকে খবর দিলে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহযোগিতায় অনেক্ষণ খোঁজাখুজি করেও তাকে খুঁজে পায়নি। পরে সন্ধ্যা হয়ে যাওয়ায় উদ্ধার অভিযান বন্ধ থাকে।
বান্দরবান ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক পূর্ণচন্দ্র মুৎসুদ্দী জানান,বান্দরবানে কোন ডুবুরীর দল নেই , আমরা সংবাদ পাওয়া মাত্র আমাদের ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যদের দিয়ে নদীতে নিখোঁজ ফ্রেম খুম কে খুঁজে দেখেছি ,পরে সন্ধ্যা হয়ে যাওয়ায় কার্যক্রম বন্ধ করে দিয়েছি। তিনি আরো জানান, শনিবার ভোরে চট্টগ্রাম থেকে একটি ডুবুরীর দল বান্দরবান এসে আবারোও উদ্ধার অভিযান পরিচালনা করবে।