রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের নতুন চেয়ারম্যান কাজল তালুকদার

প্রকাশঃ ০৭ নভেম্বর, ২০২৪ ০৮:০৭:০০ | আপডেটঃ ১৩ নভেম্বর, ২০২৪ ০৯:৪০:১০
সিএইচটি টুডে ডট কম, রাঙামাটি। রাজনৈতিক পটপরিবর্তনের পর দেশের ৬১ জেলা পরিষদে প্রশাসক নিয়োগের পর এবার তিন পার্বত্য জেলা পরিষদ পুনর্গঠন করেছে সরকার। সাবেক কৃষি কর্মকর্তা কাজল তালুকদারকে চেয়ারম্যান করে ১৫ সদস্যের রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের অর্ন্তবতীকালীন পরিষদ পুনর্গঠন করেছে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়।

বৃহস্পতিবার (৭ নভেম্বর) পার্বত্য মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব তাসলীমা বেগমের সই করা এক প্রজ্ঞাপনে নতুন অর্ন্তবতীকালীন পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের নাম তালিকা প্রকাশ করা হয়েছে।

রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের নতুন ১৪  সদস্য হলেন- দেব প্রসাদ দেওয়ান, প্রনতি রঞ্জন খীসা, প্রতুল চন্দ্র দেওয়ান, বরুন বিকাশ দেওয়ান, ক্যাওসিংমং, নাইউ প্রু মারমা, ড্যানিয়েন লাল মুয়ান সাং পাংখোয়া, রাঙাবি তঞ্চঙ্গ্যা, সাগরিকা রোয়াজা, দয়াল দাশ, মো. হাবীব আজম, মিনহাজ মুরশীদ, বৈশালী চাকমা ও লুৎফুন্নেসা বেগম।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, পুনরাদেশ না দেয়া পর্যন্ত উপর্যুক্তভাবে পুনর্গঠিত অর্ন্তবর্তীীকালীন পরিষদ রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ আইন, ১৯৮৯ এবং এই আইনের সকল সংশোধনীর বিধান অনুযায়ী রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সকল সদস্য দায়িত্ব পালন করবেন। জনস্বার্থে জারিকৃত এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।

এছাড়াও প্রজ্ঞাপনে এর আগে, ২০২০ সালের ১০ ডিসেম্বর রাঙামাটি জেলা আওয়ামী লীগের সহসভাপতি অংসুই প্রু চৌধুরীকে চেয়ারম্যান করে গঠিত ১৫ সদস্যের পরিষদ বাতিল করা হয়েছে।

রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের পুনর্গঠিত পরিষদে অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা ছাড়াও শিক্ষক, জনপ্রতিনিধি, ক্রীড়া সংগঠক, উন্নয়ন কর্মী, বাঙালিভিত্তিক সংগঠনের নেতা স্থান পেয়েছে।

রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের নতুন চেয়ারম্যান কাজল তালুকদার কাজল বলেন, শিক্ষা, কৃষি, স্বাস্থ্য ও পর্যটন খাতকে প্রাধান্য দিয়ে আমরা কাজ করব। বিগত সময়ে শিক্ষকসহ বিভিন্ন নিয়োগে অনিয়ম-দুর্নীতি থাকলেও এবার আর এসব হতে দেব না। দুর্নীতি, অনিয়ম, স্বজনপ্রীতি একদমই হবে না। এগুলা আগের এসএসসি, এইচএসসি পাস-ফেল করা চেয়ারম্যানরা করেছেন; এখন আর সুযোগ নেই।

প্রসঙ্গত: কাজল তালুকদার কাজল রাঙামাটি জেলা বিএনপির সভাপতি দীপন তালুকদার দীপুর বড় ভাই।

সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions