প্রকাশঃ ৩০ অক্টোবর, ২০২৪ ০৩:২৯:২৭
| আপডেটঃ ২২ নভেম্বর, ২০২৪ ১২:০০:৫১
সিএইচটি টুডে ডট কম, রাঙামাটি। পর্যটকদের রাঙামাটি জেলা ভ্রমণে নিষেধাজ্ঞা উঠে যাচ্ছে পহেলা নভেম্বর থেকে। এতে করে ১ নভেম্বর শুক্রবার থেকে বিভিন্ন পর্যটন ও বিনোদন কেন্দ্রসহ জেলাজুড়ে ভ্রমণ করতে পারবেন পর্যটকরা।
বুধবার (৩০ অক্টোবর) দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে 'পর্যটকদের জন্য রাঙামাটি জেলা ভ্রমণ উন্মুক্তকরণ' বিষয়ক এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খান।
এসময় জেলা প্রশাসক বলেন, ১ নভেম্বর থেকে আগের মতোই পর্যটকরা রাঙামাটি ভ্রমণ করতে পারবেন। রাঙামাটিতে স্বাভাবিক পরিস্থিতি বজায় থাকায় পর্যটক ভ্রমণে সকল ধরনের বিধিনিষেধ তুলে নেয়া হলো। সাজেক ভ্যালিতে খাগড়াছড়ি জেলার ওপর দিয়ে যেতে হয়। সেক্ষেত্রে খাগড়াছড়িতে বিধিনিষেধ তুলে দেওয়ার পর সাজেক যাওয়া যাবে।
প্রেস ব্রিফিংয়ে জেলা প্রশাসনের নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) মো. শামীম হোসেন ছাড়াও জেলার পর্যটক সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
এর আগে, গত ৮ অক্টোবর থেকে ৩১ অক্টোবর পর্যন্ত ২৪ দিন তিন পার্বত্য জেলায় পর্যটকদের ভ্রমণে নিরুৎসাহিত করে তিন পার্বত্য জেলা প্রশাসন। 'অনিবার্য কারণে' নিরুৎসাহকরণের কথা জানানো হলেও পাহাড়ে সাম্প্রতিক সময়ের সাম্প্রদায়িক সহিংসতার জেরে নিরাপত্তা ঝুঁকিতে পর্যটকদের কার্যত পাহাড়ে আসতে নিষেধাজ্ঞা দেয়া হয় বলে জানায় প্রশাসনের কর্মকর্তারা।