প্রকাশঃ ২৯ অক্টোবর, ২০২৪ ০৮:৩৬:৪২
| আপডেটঃ ২৬ ডিসেম্বর, ২০২৪ ০২:১৪:১২
সিএইচটি টুডে ডট কম, বান্দরবান। বান্দরবানে National social
security strategy (NSSS) বাস্তবায়নে সমাজসেবা অধিদফতরের সেবাসমূহ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৯ অক্টোবর) সকালে বান্দরবানের মেঘলা পর্যটন মোটেলের সভাকক্ষে জেলা ও সদর উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজিত দিনব্যাপী এই সেমিনারে বান্দরবান জেলা সমাজসেবা কার্যালয়ের উপ- পরিচালক মিলটন মুহুরীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদের মূখ্য নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ মাসুম বিল্লাহ।
সেমিনারে পার্বত্য জেলা পরিষদের মূখ্য নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ মাসুম বিল্লাহ প্রধান অতিথির বক্তব্যে বলেন, সমাজসেবা কার্যালয় দেশের মানুষের আর্থ সামাজিক উন্নয়নে কাজ করছে। এ ক্ষেত্রে বাস্তবায়ন ও মনিটরিং জরুরী বলেও জানান তিনি।
পরে জেলার আর্থ সামাজিক উন্নয়ন কিভাবে সম্ভব হবে সে বিষয়ে সবার কাছ থেকে মুক্ত আলোচনা ও পরামর্শ গ্রহণ করা হয়। অনুষ্ঠানে অতিথিরা সমাজসেবার কার্যক্রমকে যাতে আরো বৃদ্ধি করতে পারে সেজন্য উপস্থিত সকলের সার্বিক সহযোগিতা কামনা করেন।
সেমিনারে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে হাবীবা মীরা, বান্দরবান প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম বাচ্চুসহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধিসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকরা।