মহালছড়ি সেনা জোনের উদ্যোগে ভ্রাম্যমান মেডিকেল ক্যাম্পেইন

প্রকাশঃ ২৯ অক্টোবর, ২০২৪ ০৪:০৪:১০ | আপডেটঃ ০৮ ডিসেম্বর, ২০২৪ ০৫:৪১:৫৬

সিএইচটি টুডে ডট কম, মহালছড়ি (খাগড়াছড়ি)। মহালছড়ি সেনা জোনের উদ্যোগে ভ্রাম্যমান মেডিকেল ক্যাম্পেইন পরিচালনা করা হয়েছে২৯ অক্টোবর (মঙ্গলবার) খাগড়াছড়ি জেলার মহালছড়ি উপজেলার আওতাধীন সিঙ্গিনালা ও মুবাছড়ি এলাকায় ভ্রাম্যমান মেডিকেল ক্যাম্পেইন পরিচালনা করেছে মহালছড়ি সেনা জোন ।


উক্ত মেডিকেল ক্যাম্পেইনে মহালছড়ি সেনা জোনের সার্বিক ব্যবস্থাপনায় একটি মেডিক্যাল টিম  সকাল ৯ টা থেকে ৩ টা পর্যন্ত প্রায় তিন শতাধিক (৩০০) দুঃস্থ ও হতদরিদ্র পাহাড়িদের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ করা হয়েছে।


দূর্গম পাহাড়ী এলাকায় সেনাবাহিনীর এরূপ মহতি উদ্যোগে স্থানীয় জনসাধারন অত্যন্ত আনন্দিত। মহিলা, শিশু ও বয়োবৃদ্ধগণ নিজেদের দোরগোড়ায় উন্নত চিকিৎসা সেবা পেয়ে মহালছড়ি সেনা জোনের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও সাধুবাদ ব্যক্ত করেন।


মহালছড়ি সেনা জোন সাধারণ মানুষের পাশে থেকে তাদের উন্নত মানের জীবনযাত্রা ও নিরাপত্তা নিশ্চিতকল্পে আন্তরিকভাবে কাজ করে আসছে এবং ভবিষ্যতেও এর ধারা অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions