প্রকাশঃ ২৮ অক্টোবর, ২০২৪ ০৭:৫২:৩৫
| আপডেটঃ ২৫ ডিসেম্বর, ২০২৪ ০৮:২১:১৫
সিএইচটি টুডে ডট কম, বান্দরবান। বান্দরবান পৌরসভার ৯ওয়ার্ডে কাউন্সিলরের দায়িত্ব পেয়েছেন ৮জন সরকারি কর্মকর্তা। একই সাথে তাঁদেরকে পৌর প্রশাসকের কাজে সহায়তা দেবার জন্য গঠিত সহায়ক কমিটির সদস্য হিসেবেও দায়িত্ব দেওয়া হয়েছে। বান্দরবান পৌরসভার মাসিক সাধারণ সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়।
সিদ্ধান্তে বলা হয়, পৌর প্রশাসকের কর্ম সম্পাদনে সহায়তা প্রদান সংক্রান্ত কমিটির সদস্যরা পৌর প্রশাসকের কর্মসম্পাদনে সহায়তা করবেন, কাউন্সিলরের ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব পালন করবেন। তাঁরা এক বা একাধিক স্থায়ী কমিটির সভাপতি হিসাবে দায়িত্ব পালন ও সিদ্ধান্ত বাস্তবায়নের ব্যবস্থা গ্রহণ করবেন এবং পৌরসভার কাছে প্রয়োজন অনুযায়ী বিভিন্ন প্রস্তাব পেশ ও সুপারিশ প্রদান করবেন।
বান্দরবান পৌরসভার প্রশাসক জাহিদ ইকবাল স্বাক্ষরিত এক অফিস আদেশে বিষয়টি নিশ্চিত হওয়া যায় ।
অফিস আদেশে বান্দরবান পৌরসভার ১নং ওয়ার্ডের কাউন্সিলরের দায়িত্বে জেলা শিক্ষা কর্মকর্তা, ২নং ওয়ার্ডের কাউন্সিলরের দায়িত্বে নির্বাহী প্রকৌশলী, গণপূর্ত বিভাগ, ৩নং ওয়ার্ডের কাউন্সিলরের দায়িত্বে সিভিল সার্জন/ডেপুটি সিভিল সার্জন, ৪নং ওয়ার্ডের কাউন্সিলরের দায়িত্বে নির্বাহী প্রকৌশলী, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর, ৫নং ওয়ার্ডের কাউন্সিলরের দায়িত্বে উপ-পরিচালক, মহিলা বিষয়ক অধিদপ্তর , ৬নং ওয়ার্ডের কাউন্সিলরের দায়িত্বে নির্বাহী প্রকৌশলী, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর, ৭ ও ৮ নং ওয়ার্ডের কাউন্সিলরের দায়িত্বে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এবং ৯নং ওয়ার্ডের কাউন্সিলরের দায়িত্ব দেয়া হয় উপ-পরিচালক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বান্দরবানকে।