বান্দরবান প্রেসক্লাবে নবীন সদস্যদের বরণ

প্রকাশঃ ২৮ অক্টোবর, ২০২৪ ০৩:৩৪:৫৬ | আপডেটঃ ২৬ ডিসেম্বর, ২০২৪ ০৬:২৮:০১
সিএইচটি টুডে ডট কম,বান্দরবান। বান্দরবান প্রেসক্লাবের নতুন অন্তর্ভুক্ত ২১ প্রাথমিক সদস্যদের বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৮ অক্টোবর) দুপুরে বান্দরবান প্রেসক্লাবের আয়োজনে নতুন অন্তর্ভুক্ত সদস্য বরণ অনুষ্ঠানে প্রথমে ফুল দিয়ে নতুন সদস্যদের বরণ করে নেয়া হয়। এরপরে বান্দরবান প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম বাচ্চু এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয় এক মতবিনিময় সভা।

এসময় সভায় বক্তারা নবীন ও প্রবীণ সাংবাদিকদের সমন্ধয়ে পার্বত্য জেলা বান্দরবানে প্রেস ক্লাবের মাধ্যমে বান্দরবানের সাংবাদিকতাকে এগিয়ে নেয়ার প্রত্যাশা ব্যক্ত করেন এবং দেশ ও জাতির উন্নয়নে সাংবাদিকদের আরো অগ্রণী ভূমিকা রাখার আশাবাদ ব্যক্ত করেন।

বান্দরবান প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এন এ জাকির এর সঞ্চালনায় এসময় সাবেক সভাপতি অধ্যাপক ওসমান গণি, একেএম জাহাঙ্গীর,সাবেক সাধারণ সম্পাদক মিনারুল হক, নির্বাহী সদস্য আবুল বশর সিদ্দিকী , নির্বাহী সদস্য কৌশিক দাশসহ প্রেসক্লাবের সদস্যরা উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, ১৯৭৭সালে পার্বত্য জেলা বান্দরবানে সাংবাদিকদের মান উন্নয়ন ও পেশাগত দক্ষতা বৃদ্ধির লক্ষ্য নিয়ে বান্দরবান প্রেসক্লাব প্রতিষ্ঠিত হয় আর বর্তমানে এই ক্লাবে রয়েছে সর্বমোট ৩৯জন সদস্য । 

সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions