প্রকাশঃ ২৫ অক্টোবর, ২০২৪ ০৯:৩৫:২৯
| আপডেটঃ ২৪ ডিসেম্বর, ২০২৪ ০১:২৮:৪১
সিএইচটি টুডে ডট কম, বান্দরবান। বান্দরবানের নাইক্ষ্যংছড়ির উপজেলার ঘুমধুম সীমান্তে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ৪০হাজার পিস ইয়াবাসহ ২ জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর সদস্যরা ।
২৫ অক্টোবর (শুক্রবার) দুপুরে বিজিবি’র কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) এর অধীনস্থ ঘুমধুম বিওপি’র টহলদল সীমান্ত পিলার ৩২ হতে আনুমানিক ৩০০গজ বাংলাদেশের অভ্যন্তরে জামালের ঘের নামক স্থানে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে, অভিযানে বিজিবি টহলদল ৪০ হাজার পিস ইয়াবাসহ ২ জনকে আটক করতে সক্ষম হয়।
আটককৃতরা হলেন বান্দরবানের সীমান্তবর্তী উপজেলা নাইক্ষ্যংছড়ি উপজেলার বালুখালী হেডম্যান পাড়ার কামাল হোছনের ছেলে মো.রিয়াজ উদ্দিন (১৮) এবং কক্সবাজার জেলার উখিয়ার পালংখালী জুমের পাড়া গ্রামের নূর হোছাইনের ছেলে মুশফিকুর রহমান (১৮)।
বিজিবির সদর দপ্তরের জনসংযোগ কর্মকর্তা (পিআরও) মো.শরীফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, আটককৃত ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াদীন রয়েছে।