প্রকাশঃ ২৪ অক্টোবর, ২০২৪ ০৪:০৯:০৯
| আপডেটঃ ২৪ নভেম্বর, ২০২৪ ০৫:০৯:১৮
সিএইচটি টুডে ডট কম, রাঙামাটি। কিশোরী, কণ্যা শিশু অথবা যুব নারীকে নেতৃত্ব প্রদানকারী ভূমিকা পালন করতে সহায়তা করা, যাতে করে তাঁর আত্মবিশ্বাস বাড়ে এবং নিজের স্বপ্ন পূরণে সে নিজে অঙ্গিকার বদ্ধ হয়। সে লক্ষ্যে এক ঘন্টার জন্য রাঙামাটি শিশু একাডেমির দায়িত্ব নিলেন রাঙামাটির শিক্ষার্থী বৃষ্টি শীল।
বৃহস্পতিবার রাঙামাটিতে ইয়েস বাংলাদেশের আয়োজনে প্ল্যান ইন্টারনাশলের বৈশ্বিক কার্যক্রম গাল্স টেক ওভার অনুষ্ঠানে মাধ্যমে রাঙামাটি শিশু বিষয়ক কর্মকর্তা অর্চনা চাকমা এক ঘন্টার জন্য শিশু একাডেমীর দায়িত্ব হস্তান্তর করে ফুল দিয়ে বরণ করেন প্রতিকী শিশু বিষয়ক কর্মকর্তা এনসিটিএফ সদস্য বৃষ্টি শীলকে। দায়িত্ব পালনকালে বৃষ্টি শিশুদের উন্নয়নের জন্য নানামূখী পরামর্শ দেন।