খাগড়াছড়ির মাটিরাঙায় ভারতীয় নাগরিকসহ আটক ২

প্রকাশঃ ২৪ অক্টোবর, ২০২৪ ০৩:০৩:৪০ | আপডেটঃ ২৬ ডিসেম্বর, ২০২৪ ০৫:৪৫:৫৯

সিএইচটি টুডে ডট কম, খাগড়াছড়ি। খাগড়াছড়ির মাটিরাঙায় অবৈধ ভাবে অনুপ্রবেশের অভিযোগে ভারতীয় এক যুবকসহ জনকে আটক করেছে বিজিবি। বুধবার দুপুরে মাটিরাঙার বেলছড়ি ইউনিয়নের ধর্মরামবাড়ী এলাকার ভারত সীমান্ত থেকে জনকে আটক করে ৪০ বিজিবি পলাশপুর জোনের শফিটিলা সীমান্ত ফাঁড়ীর সদস্যরা।

 

আটককৃতরা হলো, ভারতের দক্ষিণ ত্রিপুরার বিলুনিয়ার রাজনগরের ললিত দাসের ছেলে রনি দাস (৩২) খাগড়াছড়ির মাটিরাঙার বেলছড়ি ছনখোলার সাইফুল ইসলাম (২৪) 

 

সময় তাদের কাছ থেকে একটি মোটরসাইকেল, চারটি মোবাইল ফোন, নগদ অর্থ ভারতীয় আধার কার্ডের ছবি জব্দ করা হয়। 

 

বিজিবির পক্ষ থেকে জানানো হয়, ৪০ বিজিবি পলাশপুর জোনের আওতাধীন শফিটিলা বিওপির নায়েক সুবেদার মোশারফ হোসেনের নেতৃত্বে সীমান্তে টহল দেয়ার সময় অবৈধভাবে অনুপ্রবেশের সময় ভারতীয় নাগরিক তার সহযোগীকে আটক করা হয়। আটককৃত ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ শেষে আইনগত প্রক্রিয়ার জন্য মাটিরাঙা থানায় হস্তান্তর করা হয়েছে। 

 

সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions