সিএইচটি টুডে ডট কম ডেস্ক। দুইবার জেল গেইট পুনঃগ্রেফতারের শিকার হওয়ার পর অবশেষে কারাগার থেকে মুক্তি পেয়েছেন বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি)-এর কেন্দ্রীয় সহসভাপতি কুনেন্টু চাকমা।
গতকাল বুধবার (১৬ অক্টোবর ২০২৪) সন্ধ্যায় রাঙামাটি জেলা কারাগার থেকে দীর্ঘ প্রায় ৬ বছর (৫ বছর ৮ মাস) পর জামিনে মুক্তি পান তিনি।
কারাগার থেকে বের হয়ে কুনেন্টু চাকমা সহযোদ্ধাদের মাঝে ফিরে আসার সংবাদ পেয়ে রাঙামাটির কুদুকছড়িতে অপেক্ষারত পিসিপির রাঙামাটি জেলা সভাপতি তনুময় চাকমার নেতৃত্বে পিসিপি ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা তাঁকে রিসিভ করেন ও তাঁর সাথে কুশল বিনিময় করেন। এছাড়া পিসিপির কেন্দ্রীয় নেতৃবৃন্দও ফোনে তাঁর সাথে কথা বলেন এবং তাঁর শারীরিক অবস্থা সম্পর্কে জেনে নেন।
আজ বৃহস্পতিবার (১৭ অক্টোবর) পাহাড়ি ছাত্র পরিষদের সভাপতি অঙ্কন চাকমা ও সাধারণ সম্পাদক অমল ত্রিপুরা সংবাদ মাধ্যমে প্রদত্ত এক বিবৃতিতে কুনেন্টু চাকমার জামিনে মুক্তির বিষয়টি নিশ্চিত করেন।
বিবৃতিতে নেতৃদ্বয় বলেন, পার্বত্য চট্টগ্রামে পাহাড়ি জাতিসত্তাসমূহের অস্তিত্ব রক্ষার্থে ও পূর্ণস্বায়ত্তশাসনের অধিকার প্রতিষ্ঠার করতে গিয়ে পাহাড়ি ছাত্র পরিষদের নেতা—কর্মীরা শাসকগোষ্ঠীর নিষ্ঠুর দমন—পীড়ন, নির্যাতন ও জেল—জুলুম শিকার হচ্ছে। তারই উজ্জ্বল দৃষ্টান্ত হচ্ছে কুনেন্টু চাকমা। তাকে ২০১৯ সালে বিনা কারণে গ্রেফতার করার পর মিথ্যা মামলা দিয়ে কারাগারে পাঠায়। এরপর আদালতের জামিন নিয়ে দুইবার কারাগার থেকে বের হলেও সেনা—গোয়েন্দা সংস্থার লোকজন তাকে জেল গেইট পুনঃগ্রেফতার করে নির্যাতন ও নতুন মিথ্যা মামলা দিয়ে পুনরায় কারাগারে পাঠিয়ে দিয়ে বন্দী করে রাখে। যার কারণে তাকে দীর্ঘ প্রায় ৬ বছর কারাগারের অন্ধকার প্রকোষ্ঠে দিন কাটাতে হয়েছে।