বান্দরবানে কোয়ান্টাম কসমো কলেজ এইচএসসি পরীক্ষায় এবারো প্রথম

প্রকাশঃ ১৬ অক্টোবর, ২০২৪ ০৩:৫৫:৪১ | আপডেটঃ ২২ ডিসেম্বর, ২০২৪ ০১:১৩:৪৮
সিএইচটি টুডে ডট কম, বান্দরবান।   বরাবরের মতো বান্দরবানে এবারো এইচএসসি-তে প্রথম হয়েছে কোয়ান্টাম কসমো কলেজ। বান্দরবান জেলায় এইচএসসি পরীক্ষায় এবছর অংশ নেয় ১৪ টি কলেজ। এর মধ্যে শতভাগ পাশ করা একমাত্র কলেজ কোয়ান্টাম কসমো কলেজ।

চট্টগ্রাম শিক্ষাবোর্ডের আওতাধীন ২৮২টি কলেজের মধ্যে শতভাগ পাশ করে ১৩টি কলেজ। শতভাগ উত্তীর্ণ কলেজের মধ্যে শিক্ষার্থী সংখ্যায় কোয়ান্টাম কসমো কলেজের অবস্থান ষষ্ঠ।

এবছর কোয়ান্টাম কসমো কলেজ থেকে ৩টি বিভাগে ৬৪জন পরীক্ষায় অংশ নেয়। এদের মধ্যে জিপিএ-৫ পেয়েছে ২২ জন।

এই সাফল্যে প্রসঙ্গে কোয়ান্টাম শিক্ষাসেবা কার্যক্রমের ইনচার্জ ছালেহ আহমেদ বলেন, ছাত্রছাত্রীরা যেন ভবিষ্যতে বিশ্ববিদ্যালয়ে চান্স পায় এবং বিদ্যালয়ে শেখানো ধ্যান ও শুদ্ধাচারের শিক্ষা আজীবন চর্চা করতে পারে আমরা এই প্রার্থনাই করি।

উল্লেখ্য জুলাই-আগস্টের বিশেষ পরিস্থিতির কারণে ২০২৪সালে এবার এইচএসসি পরীক্ষা পুরোপুরি সম্পন্ন হতে পারেনি, কয়েকটি হয়ে স্থগিত হয়ে যায়। যে পরীক্ষাগুলো হয়ে গেছে সেগুলোর উত্তরপত্র এবং বাকিগুলোর ক্ষেত্রে এসএসসি রেজাল্টের ওপর ভিত্তি করে এই রেজাল্ট দেয়া হয়। 


সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions