বর্ণাঢ্য আয়োজনে বান্দরবানে বিজয়া দশমী উদযাপন

প্রকাশঃ ১৩ অক্টোবর, ২০২৪ ০২:৩৭:১৮ | আপডেটঃ ২৮ ডিসেম্বর, ২০২৪ ১০:৪০:৪৪
সিএইচটি টুডে ডট কম, বান্দরবান। বাঙালি সনাতন ধর্মাবলাম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজায় আজ রোববার (১৩ অক্টোবর) পালিত হচ্ছে বিজয়া দশমী। 

বিজয়া দশমী উপলক্ষ্যে সকাল থেকে বান্দরবানের পূজা মন্ডপগুলোতে আরতি শেষে বিদায়ের সুর বাজতে শুরু করে, আর নারী ভক্তরা সিদুর দিয়ে দুর্গাদেবীকে প্রণাম জানানোর পাশাপাশি একে অপরের মুখে সিদুর দিয়ে বিজয়া উদযাপন করে। 

দুপুরে বান্দরবান রাজারমাঠের কেন্দ্রীয় দুর্গাপূজা উদযাপন পরিষদের আয়োজনে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উজানীপাড়া সাংগু নদীর ঘাটে গিয়ে প্রতিমা বিসর্জন দেয়া হয়। এসময় দুর্গাদেবীর প্রতিমাসহ অন্যান্য প্রতিমাগুলোকে ধুপ,মোমবাতি আর মিষ্টিমুখ করে আপ্যায়নের পাশাপাশি বিভিন্ন পরিমান দান করে ভক্তরা।

এদিকে বিসর্জন উপলক্ষ্যে র‌্যাব, পুলিশ,বিজিবির সদস্যসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের টহল জোরদার করা হয়।

বান্দরবান জেলায় এবার ৭টি উপজেলার ৩২টি পূজামন্ডপে শারদীয়া দুর্গাপূজা অনুষ্ঠিত হয়েছে, আর সুন্দর ও সফলভাবে পূজা উদযাপন করতে পারায় খুশি সনাতনী ভক্তবৃন্ধরা।

সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions