প্রকাশঃ ১০ অক্টোবর, ২০২৪ ০৩:০২:৫৮
| আপডেটঃ ২২ নভেম্বর, ২০২৪ ০৪:৫৯:১০
সিএইচটি টুডে ডট কম, কাপ্তাই (রাঙামাটি)। রাঙামাটির কাপ্তাই উপজেলার উপজেলা সদরের বরইছড়িতে আগুনে ৮ টি দোকান সম্পূর্ণরুপে পুড়ে ছাই হয়ে যায়। সেই সাথে আগুনে পুড়ে দোকানের সামনে থাকা একটি সিএনজি চালিত অটো রিকশা ভস্মীভূত হয়। এতে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ৫০ লাখ টাকা বলে জানান ক্ষতিগ্রস্ত দোকানদাররা।
বৃহস্পতিবার (১০ অক্টোবর) ভোর ৩ টা ২০ এর দিকে আগুন লাগে বলে জানান প্রত্যক্ষদর্শী উপজেলা সদরে অবস্থিত খাবারের দোকান লুমিনাস জোনের কারিগর রুহুল আমিন। তিনি বলেন, আমি রাতে দোকানে ছিলাম। হঠাৎ কিছু শব্দ শুনতে পাই, দোকান খুলে দেখি আমাদের খাবারের দোকানের বিপরীতে দোকানে আগুন লেগেছে। এসময় কেউ ছিল না, আমি দোকান হতে বালতি নিয়ে পানি ছিটাই। উপজেলা প্রশাসন, পুলিশ , ফায়ার সার্ভিস ও স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রনে আসে।
কাপ্তাই ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার শাহাদাত হোসেন বলেন, আমরা ভোর ৪ টা ১০ এর দিকে আগুন লাগার সংবাদ পাওয়ার সাথে সাথে ঘটনাস্থলে ভোর সাড়ে ৪ টায় ১ টি ইউনিট এর ২ টি গাড়ী সহ ১৫ জন সদস্য গিয়ে প্রায় ৬ টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনি। প্রাথমিক ভাবে বৈদ্যুতিক শর্ট সার্কিট হতে আগুন লাগতে পারে বলে আমাদের ধারণা।