লংগদুর বন্যার্তদের রেডক্রিসেন্টের সহায়তা প্রদান

প্রকাশঃ ০৯ অক্টোবর, ২০২৪ ০৫:৫৯:৫৫ | আপডেটঃ ১৯ অক্টোবর, ২০২৪ ০৬:৪৭:৩৪
সিএইচটি টুডে ডট কম, লংগদু (রাঙামাটি)। দক্ষিণ পূর্বাঞ্চলীয় আকস্মিক বন্যা-২৪ ক্ষতিগ্রস্তদের মাঝে সাত দিনের খাদ্য সামগ্রী বিতরণের অংশ হিসেবে পার্বত্য জেলা রাঙামাটির লংগদুতে পাহাড়ি-বাঙালি ৪৬০ পরিবারের মধ্যে ত্রাণ বিতরণ করেছে রেডক্রিসেন্ট সোসাইটি রাঙামাটি জেলা ইউনিট।

 

উপলক্ষে বুধবার ( অক্টোবর) সকালে লংগদু উপজেলা পাবলিক লাইব্রেরী মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কফিল উদ্দিন মাহমুদ।

 

রেড ক্রিসেন্ট সোসাইটি জেলা ইউনিট অফিসার রাসেল বণিকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন আটারকছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অজয় চাকমা মিত্র, গুলশাখালী ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম, বগাচতর ইউপি চেয়ারম্যান আবুল বশর, জেলা বিএনপি নেতা শাহ আলম মুরাদ, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল হালিম, জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক আরজ হোসেন সুমন সহ জেলা-উপজেলা রেডক্রিসেন্টের সদস্যগণ।

 

ত্রাণ সহায়তা প্রদানকালে বক্তারা বলেন, ‘সরকার সব সময় গরিব, দুঃখী, মেহনতি মানুষের পাশে রয়েছে এবং থাকবে। ক্ষতিগ্রস্তদের স্বাবলম্বী করতে কাজ করে যাবে সরকার।

 

সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions