৯ দফা দাবিতে লংগদুতে ইসলামী আন্দোলনের গণসমাবেশ

প্রকাশঃ ০৮ অক্টোবর, ২০২৪ ০৮:৪৯:৩৫ | আপডেটঃ ১৯ অক্টোবর, ২০২৪ ০৮:১৭:৫২

সিএইচটি টুডে ডট কম, লংগদু (রাঙামাটি)। ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে দাবিতে পার্বত্য জেলা রাঙামাটির লংগদুতে ইসলামী আন্দোলন বাংলাদেশের লংগদু উপজেলা শাখার উদ্যোগে ্যালি গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

 

মঙ্গলবার ( অক্টোবর) সকালে উপজেলা পাবলিক লাইব্রেরী মিলনায়তনে গণসমাবেশ অনুষ্ঠিত হয়।

 

এতে ইসলামী আন্দোলন উপজেলা শাখার সভাপতি মাওলানা আবদুল মান্নান ইসলামাবাদীর সভাপতিত্বে সেক্রেটারি মো. আবু জাফরের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির প্রবাসী কল্যাণ বিষয়ক সম্পাদক মুফতি কেফায়েতুল্লাহ কাশফী।

 

সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ইসলামী আন্দোলন রাঙামাটি জেলা শাখার সভাপতি আলহাজ্ব জসিম উদ্দিন, খাগড়াছড়ি জেলা শাখার সভাপতি মাওলানা দেলোয়ার হোসাইন এবং প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, রাঙামাটি জেলা শাখার সেক্রেটারি মো. নুর হোসেন প্রমুখ।

 

সময় বক্তারা বলেন, ছাত্র জনতার গনঅভ্যুত্থানে অর্জিত বিজয় রক্ষা করে দেশ বিরোধী সকল ষড়যন্ত্রের মোকাবেলা, দুর্নীতি, সন্ত্রাস, বৈষম্য ভোটাধিকার রক্ষার্থে (পিআর) পদ্ধতিতে জাতীয় নির্বাচনের দাবিতে দফা দাবি তুলে ধরেন। এছাড়াও ছাত্র জনতার গনহত্যায় জড়িতদের সুষ্ঠু বিচার হতাহত পরিবারকে ক্ষতি পূরনের ব্যবস্থা করা, সকল দুর্নীতিবাজ অর্থ পাচারকারীদের বিচার এবং পাচারকৃত অর্থ রাষ্ট্রীয় কোষাগারে জমা করা সহ পার্বত্য চট্টগ্রাম নিয়ে ষড়যন্ত্রের প্রতিবাদ গড়ে তুলেন।

 

সমাবেশে আরও উপস্থিত ছিলেন, হাফেজ আবদুল মতিন, মোহাম্মদ আলী, মাওলানা ওমর ফারুক, মাওলানা মামুনুর রশীদ, ছাত্রনেতা জায়েদ বিন খলিল সহ বিভিন্ন নেতৃবৃন্দ। এছাড়াও গণ সমাবেশে অংশ নেয় ইসলামি ছাত্র আন্দোলন, যুব আন্দোলন, শ্রমিক আন্দোলনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

 

সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions