বাঘাইছড়িতে কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ

প্রকাশঃ ১৮ সেপ্টেম্বর, ২০২৪ ০৫:৫৪:২৩ | আপডেটঃ ০৭ নভেম্বর, ২০২৪ ০৬:৫৭:৩০
সিএইচটি টুডে ডট কম, বাঘাইছড়ি (রাঙামাটি)। রাঙামাটির বাঘাইছড়িতে গ্রীষ্মকালীন পেঁয়াজ আবাদ বৃদ্ধির জন্য ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে গ্রীষ্ম কালিন পেয়াঁজ বীজ-১ কেজি, ডিএপি সার ১০ কেজি, এমওপি সার ১০ কেজি, পলিনেট ও বালাইনাশক উপকরণ বিতরণ করা হয়েছে।

বুধবার (১৮ সেপ্টেম্বর)  সকাল ১১টায় উপজেলা পরিষদের সামনে জমির উপযোগিতার উপর ভিত্তি করে পৌরসভায় ১০, রুপকারী ইউনিয়নে ১০, খেদারমারা ইউনিয়নে ১০ জন  প্রান্তিক কৃষকের মাঝে এসব উপকরণ বিতরণ করা হয়েছে।

এসময়  উপজেলা নির্বাহী অফিসার শিরিন আক্তার, উপজেলা কৃষি অফিসার মোঃ আসাদুজ্জামান, উপজেলা কৃষি সম্পাসারণ অফিসার সিদ্বার্থ রায়, মোঃ আহসান হাবীব সহ বিভিন্ন কর্মকর্তা কর্মচারী উপস্থিত ছিলেন।

এছাড়াও মসলার উন্নত জাত ও প্রযুক্তি  সম্প্রসারন প্রকল্পের আওতায়   ৩০ জন কৃষককে নিয়ে  দুইদিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালারও আয়োজন করা হয়।

সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions