খাগড়াছড়িতে মার্চ ফর আইডেন্টিটি

প্রকাশঃ ১৮ সেপ্টেম্বর, ২০২৪ ০৩:০৫:৩১ | আপডেটঃ ২২ ডিসেম্বর, ২০২৪ ০১:০৩:৫২
সিএইচটি টুডে ডট কম, খাগড়াছড়ি। পার্বত্য চট্টগ্রামে গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিতকরণ, পার্বত্য চট্টগ্রাম চুক্তির পূর্ণাঙ্গ বাস্তবায়ন ও জাতিসত্তার স্বীকৃতিসহ ৮ দফা দাবি পূরণের দাবিতে খাগড়াছড়িতে মার্চ ফর আইডেন্টিটি কর্মসূচি পালিত হয়েছে। বুধবার সকালে খাগড়াছড়ি সরকারি কলেজ মাঠ থেকে সংঘাত ও বৈষম্য বিরোধী পাহাড়ী ছাত্র আন্দোলনের উদ্যোগে পদযাত্রা বের করা হয়। 

পদযাত্রাটি খাগড়াছড়ি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে চেঙ্গী স্কোয়ারে সমাবেশ করে।

সমাবেশ থেকে রাষ্ট্র সংস্কারে পার্বত্য চট্টগ্রামের জাতিসত্তার অধিকার সাংবিধানিক ভাবে নিশ্চিতের দাবি জানিয়ে অবিলম্বে পার্বত্য চট্টগ্রাম চুক্তির পূর্ণাঙ্গ বাস্তবায়নে অন্তর্র্বতী সরকার প্রধানের হস্তক্ষেপ কামনা করেন। পাশাপাশি পাহাড়ে গণতান্ত্রিক সুষ্ঠু পরিবেশ নিশ্চিতে করণীয় নির্ধারণে সুনির্দিষ্ট রোডম্যাপ প্রণয়নসহ ৮ দফা দাবি উত্থাপন করা হয়।

কর্মসূচিতে বিকাশ ত্রিপুরা, মংসাই মারমা ও রিপুল চাকমা অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন।

সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions