প্রকাশঃ ১৪ সেপ্টেম্বর, ২০২৪ ০৪:০৮:০৪
| আপডেটঃ ২৫ নভেম্বর, ২০২৪ ০৯:৫২:৩৪
সিএইচটি টুডে ডট কম, রাঙামাটি। রাঙামাটি মেডিকেল কলেজের স্থায়ী ক্যাম্পাসের দাবিতে শহিদ মিনার প্রাঙ্গনে অবস্থান কর্মসূচি ও সংবাদ সম্মেলন করেছে রাঙামাটি মেডিকেল কলেজের সাধারন শিক্ষার্থীরা।
শনিবার সকাল সাড়ে ১১টায় শহরের শহিদ মিনার প্রাঙ্গনে এই সংবাদ সম্মেলন ও অবস্থান কর্মসূচী অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলন ও অবস্থান কর্মসূচীতে উপস্থিত ছিলেন রাঙামাটি মেডিকেল কলেজের ৫ম ব্যাচের শিক্ষার্থী সামলা আফরিন অমি, তানভীর আহমেদ(৫ম ব্যাচ),অর্ণব চাকমা(৪র্থ ব্যাচ), ফেরদৌস ইউসুফ(৩য় ব্যাচ), তানভির হোসেন(৪র্থ ব্যাচ) ও আব্দুল হাকিম(৩য় ব্যাচ)সহহ বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীরা।
এ সময় শিক্ষার্থীরা বলেন, দীর্ঘ প্রায় দশ বছর ধরে অস্থায়ী ক্যাম্পাসে ক্লাস করতে হচ্ছে শিক্ষার্থীদের। এখানে ক্লাসে রুমের সংকট, পর্যাপ্ত ব্যবহারিক করার সুযোগ নেই, ছাত্র-ছাত্রীদের হোস্টেল সমস্যা সহ নানা সমস্যা রয়েছে। তাই দ্রুত রাঙামাটি মেডিকেল কলেজের স্থায়ী ক্যাম্পাস করতে সরকারের কাছে দাবি জানানো হয়।