শিক্ষার্থী তানজিনের চিকিৎসায় ১ লাখ টাকা আর্থিক সহায়তা ওয়াদুদ ভূইয়ার

প্রকাশঃ ১৩ সেপ্টেম্বর, ২০২৪ ০৯:৫১:১৯ | আপডেটঃ ২১ ডিসেম্বর, ২০২৪ ০৯:৫৮:৫৪
সিএইচটি টুডে ডট কম, খাগড়াছড়ি। খাগড়াছড়িতে আওয়ামী লীগের হামলায় গুরুতর আহত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থী মোহাম্মদ আবু হাসনাত তানজিনের চিকিৎসার জন্য এক লাখ টাকা আর্থিক সহায়তা দিয়েছেন খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি সাবেক সাংসদ ওয়াদুদ ভূইয়া।


বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) রাতে মোহাম্মদ আবু হাসনাত তানজিন এর বাবা মো. শাহজালাল এর হাতে অর্থ তুলে দেওয়া হয়।


সময় তানজিনের শারীরিক খোঁজ খবর নেন ভবিষ্যতে আরো সহযোগিতা আশ্বাস দেন ওয়াদুদ ভূইয়া।


আহত শিক্ষার্থী আবু হাসনাত তানজিন গত এক মাস ধরে সিএমএইচ চিকিৎসাধীন আছেন।


সময় খাগড়াছড়ি জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এন আবছার, সহ-সভাপতি প্রবীন চন্দ্র চাকমা, মংসাথোয়াই চৌধুরী বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা মো. রফিক হোসেন উপস্থিত ছিলেন।

সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions