স্থায়ী ক্যাম্পাসের দাবিতে রাঙামাটি মেডিকেল কলেজ শিক্ষার্থীদের বিক্ষোভ

প্রকাশঃ ১০ সেপ্টেম্বর, ২০২৪ ০৬:৪৪:১২ | আপডেটঃ ২৫ নভেম্বর, ২০২৪ ১১:৩৩:২২
সিএইচটি টুডে ডট কম, রাঙামাটি। স্থায়ী ক্যাম্পাসের দাবিতে বিক্ষোভ করেছে রাঙামাটি সরকারি মেডিকেল কলেজের শিক্ষার্থীরা। মঙ্গলবার দুপুরে অস্থায়ী ক্যাম্পাসে এই বিক্ষোভ অনুষ্ঠিত হয়। বিক্ষোভ পরবর্তি সমাবেশে বক্তব্য রাখেন রাঙামাটি সরকারি মেডিকেল কলেজের শিক্ষার্থী সালমা আফরিন অমি, তারভীর আহমেদ পুষ্পিতা দাশ, মো. কাওসিন ওয়াহিন।

এসময় বক্তারা দীর্ঘ ১০ বছর কেটে গেলে অজানা রাঙামাটি সরকারি মেডিকেল কলেজেরর স্থায়ী ক্যাম্পাসের কাজ শুরু হয়নি। এটা আমাদের জন্য লজ্জার। ,আমরা এই মেডিকেল থেকে মানসম্মত শিক্ষা পাচ্ছি না। শুধু তাই নয়, আমাদের রয়েছে আবাসন সমস্যা, শিক্ষকদের জন্যেও  নেই আবাসিক সুবিধা।

তাঁরা আরও বলেন একই সাথে শুরু হওয়া দেশের অন্যান্য মেডিকেল কলেজগুলো আজ নিজস্ব ক্যাম্পাসে ক্লাস করছে।  আমাদের বেলায় কেন এই বৈষম্য ? 
যতদিন পর্যন্ত স্থায়ী ক্যাম্পাসের কাজ শুরু না হবে ততদিন পর্যন্ত শিক্ষার্থীদের এই আন্দোলন চলবে বলে জানিয়েছে শিক্ষাথীরা।

প্রসঙ্গত ২০১৪ সালের ৮ জানুয়ারী  রাঙামাটি জেলারেল হাসপাতালের করনারি কেয়ার ইউনিট ভবনে যাত্রা শুরু করে রাঙামাটি সরকারি মেডিকেল কলেজ।

সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions