লংগদতে কাপ্তাই হ্রদের জলে ডুবে শিশুর মৃত্যু

প্রকাশঃ ২৯ অগাস্ট, ২০২৪ ০৬:৪৭:০২ | আপডেটঃ ২৬ নভেম্বর, ২০২৪ ০২:৪৩:৩০

সিএইচটি টুডে ডট কম , লংগদু (রাঙামাটি)। পার্বত্য জেলা রাঙামাটির লংগদুতে পানিতে ডুবে তাসলিমা নামের এক শিশুর মৃত্যুর ঘটনা ঘটেছে।

 

বৃহস্পতিবার (২৯ আগস্ট) দুপুরে উপজেলার মাইনীমুখ ইউনিয়নের সোনাই এলাকার মালদ্বীপ গ্রামে কাপ্তাই হ্রদের জলে ডুবে দুই বছর ছয় মাস বয়সী শিশু তাসলিমার মৃত্যু হয়।

 

স্থানীয় পাবিবারিক সূত্রে জানা গেছে, শিশু তাসলিমা আক্তার সোনাই এলাকার মালদ্বীপ গ্রামের কাদির হোসেনের মেয়ে।

 

মৃত তাসলিমার বাবা কাদের বলেন, ঘরে কাজ করার সময় পাশের রুমে ওরা দুইবোন ছিল। কিছুক্ষণ পর তাসলিমাকে ডাকলে সাড়া না পেয়ে বাড়ির আশেপাশে খোঁজে দেখি। একপর্যায়ে বাড়ির ঘাটে পানিতে ওর মৃতদেহ পাওয়া যায়।

 

লংগদু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হারুনর রশিদ বিষয়টি নিশ্চিত করে জানান, ‘সোনাই এলাকায় একটি শিশুর মৃত্যুর খবর পেয়েছি। পানিতে ডুবে মৃত্যু হয়েছে। এটি একটি অপমৃত্যু!’ বন্যার এই ভরা মৌসুমে অভিভাবকদের শিশুদের প্রতি বিশেষ নজর দিতে আহ্বান জানান তিনি।

 

সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions