প্রকাশঃ ২৬ অগাস্ট, ২০২৪ ০৪:৫৮:৫৮
| আপডেটঃ ২৬ নভেম্বর, ২০২৪ ০৪:২৪:২৫
মেহেদী হাসান সোহাগ,সিএইচটি টুডে ডট কম, কাউখালী (রাঙামাটি)। রাঙামাটি কাউখালী উপজেলাতে অসহায় ও দুস্থ তিন শতাধিক মানুষের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা ঔষুধ প্রদান করেছে বাংলাদেশ সেনাবাহিনী।
রবিবার সকাল থেকে রাঙামাটি রিজিয়নের সার্বিক তত্ত্বাবধানে ও রাঙামাটি জোন এর আয়োজনে কাউখালী উপজেলার কাউখালী ডিগ্রী কলেজে এ চিকিৎসাসেবা প্রদান করা হয়।এ সময় চিকিৎসা সেবা কার্যক্রম পরিদর্শন করেন রাঙামাটি সেনা রিজিয়নের রিজিয়ন কমান্ডার বিগ্রেডিয়ার জেনারেল মোঃ শওকত ওসমান, এডব্লিউসি, এএফডব্লিউসি, পিএসসি,পিএইচডি। এ সময় সেবা নিতে আসা রোগীদের চিকিৎসা সেবা প্রদান করেন রাঙামাটি সিএমএইচ এর স্ত্রী রোগ বিশেষজ্ঞ মেজর জান্নাতুন নাঈম এবং বিনামূল্যে ঔষধ বিতরণ করা হয়েছে।
চিকিৎসা সেবা নিতে আসা রোগী থোয়াইপ্রু মারমা বলেন,পাহাড়ী ঢলে আমাদের ঘর বাড়ি সব ডুবে গিয়েছিলো দুইদিন আগে সে সময় সেনাবাহিনী আমাদের খাবার বিতরণ করছে আজ আবার চিকিৎসা সেবা ও বিনামূল্যে ঔষুদ দিয়েছে আমারা তাদের ধন্যবাদ জানায়।
এ সময় রাঙামাটি সেনা রিজিয়নের রিজিয়ন কমান্ডার সেনাবাহিনীর এমন কার্যক্রম চলমান থাকবে বলে জানান।