বৈষম্য নিরসনের দাবিতে রাঙামাটি বেতার কেন্দ্রে কর্মকর্তা-কর্মচারীদের মানববন্ধন

প্রকাশঃ ২০ অগাস্ট, ২০২৪ ০১:১২:৫১ | আপডেটঃ ২৬ নভেম্বর, ২০২৪ ০৮:২৭:৫৮

সিএইচটি টুডে ডট কম, রাঙামাটি।  বাংলাদেশ বেতারের সর্বস্তরের কর্মকর্তা, কর্মচারী, নিজস্ব শিল্পী এবং কলাকুশলীদের চাকুরীতে পদোন্নতিবঞ্চনাসহ নানা বৈষম্য নিরসনের দাবীতে রাঙামাটিতে মানববন্ধন করেছে রাঙামাটি বেতার কেন্দ্রের কর্মকর্তা- কর্মচারীবৃন্দ।

 

সোমবার (১৯ আগষ্ট) সকালে ১১টায় রাঙামাটি বেতার কেন্দ্রের মূল ফটকের সামনে রাঙামাটি বেতার কেন্দ্রের কর্মকর্তা, কর্মচারীসহ  সকলের অংশগ্রহনে এক মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। 

 

মানববন্ধনে বক্তব্য রাখেন, আঞ্চলিক প্রকৌশলী (তথ্য) মো. আবু সালেহ, সহকারী পরিচালক (অনুষ্ঠান) মো. জাকারিয়া সিদ্দিকী, উপ-আঞ্চলিক প্রকৌশলী মো. জুলফিকার আলী, তারিরা আক্তার খুশী কেন্দ্রের অনিয়মিত শিল্পী সমিতির সভাপতি সুবীর চাকমা, সাধারণ সম্পাদক মো. সোহেল রানা সহ অন্যান্য শিল্পীরা উপস্থিত ছিলেন।

 

এসময় বক্তারা বলেন, বেতারে কর্মকর্তাদের পদোন্নতি বঞ্চনার অবসান, ব্যাচভিত্তিক পদোন্নতি, একীভূত করণ  ক্যাডার বাংলাদেশ বেতারের নিজস্ব মহাপরিচালক নিয়োগদের দাবি জানান। এছাড়া সরকারি চাকুরীজীবিদের মতো সকাল নয়টা থেকে পাঁচটা কাজ করছি। দীর্ঘদিন কাজ করার পরও এখনো আমাদের স্থায়ীকরণ করা হয়নি। তাই চাকরি স্থায়ীকরণ সহ এক দফা জানান তারা।

সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions